logo
বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

  ইদ্রিস সরকার   ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

নতুন ফসল

এসো এসো বন্ধু এসো

গভীর বিশ্বাসে তুমি আমি আমরা সবাই

ঘাত প্রতিঘাতে জজির্রত পোড়া হৃদয়কে

আজই শানিত করি তীব্র থেকে তীব্রতর করি

বন্দি সাহসিকতাকে করি ইস্পাত কঠিন

অশ্রæসিক্ত করুণ সুর মূছর্নাকে উপেক্ষা করে

স্মৃতির শুকনো পাতা ছিঁড়ে ফেলে

জয়গান গাই মহাজীবনের। আলোকিত আকাশ সন্ধানে ছুটে চলি

দিগন্ত থেকে দিগন্তে এ পৃথিবী থেকে অন্য পৃথিবীতে

এক সীমান্ত থেকে অন্য সীমান্তে দৃষ্টি নিক্ষেপ করি আমরা

যন্ত্রণাদগ্ধ অন্তর নিক অফুরান শান্তি শ্বাস

এসো এসো বন্ধু এসো

পৃথিবীর সমুদয় তাপদাহ খরার জীবনে কুঠার আঘাত হেনে

কালবৈশাখীর মতই তাÐব নৃত্যে

কোমর দুলিয়ে বৃষ্টি অবিশ্রান্ততায় অট্টহাস্যে

দিগি¦দিক ছিন্ন করে এগিয়ে যাই ইপ্সিত গন্তব্যে

আবিষ্কার করি আগামীর সোনালি সড়ক

মারি আর মন্বন্তর ফেঁড়ে বের করে আনি

ঝিলমিল প্রাতঃকাল

অকালের রক্ত পুঁজ ধুয়ে মুছে সেখানে রোপণ করি

আত্মপ্রত্যয়ের নতুন ফসল।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে