শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হীরা ফেলে দেরাজে ছাই

মাহবুবা ফারুক
  ২৯ জুন ২০১৮, ০০:০০

নগরের এইসব মায়েদের

আমি মনে মনে বকা দেই

কারণ তারা হীরা ফেলে দেরাজে ছাই রাখে

সন্তান বোতল নিয়ে ভাবে বোতলই মা- বোতল

কেড়ে নিলে যত কঁাদে মাকে না পেলে ততটা নয়

মায়েরা কঁাচুলি দিয়ে বুক বেঁধে দেশের কাজে যায়

সন্তান দেশের তবে কে?

মাটিগন্ধা গেঁয়ো শিশু আমি-

কিষাণী মায়ের বুকের ওমে বেড়ে ওঠা

কঁাচুলি চিনেনা জামাও নেই তার

উন্মুক্ত সুখের পসরা টইটম্বুর স্তনের রাজত্বে অবাধ

অধিকার চ‚ড়া থেকে পাদদেশ যখন তখন

মুখ লুকাই জড়িয়ে ধরি মুখ ঘষি স্তনে

নিদয়া নগরে মায়েরা আধুনিক আয়োজনে অসহায়

মালিকের বরাবরে আবেদনÑ

মায়ের কাছাকাছি শিশুদের থাকার

একটা ব্যবস্থা করা হোক।

মালিক- আপনি কি শিশু ছিলেন?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে