শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুস্থ ত্বক সুন্দর মুখ

রঙ বেরঙ ডেস্ক
  ০১ জুলাই ২০১৮, ০০:০০

ত্বকের মরা চামড়া দূর করতে সব ধরনের ত্বকের জন্য সপ্তাহে একদিন স্ক্রাব করাটা জরুরি। এ ক্ষেত্রে চালের গুঁড়া, দুধ, মধু ও গাজরের রস দিয়ে একটা প্যাক তৈরি করে তা দিয়ে মুখে স্ক্রাব করতে হবে।

রাতে ঘুমানোর আগে অবশ্যই মেকআপ ভালোভাবে তুলতে হবে। হালকা তেল ও পানি মিশিয়ে তুলার সাহায্যে মুখে লাগাতে হবে এবং শেষ বিন্দু পযর্ন্ত মেকআপ তুলে মুখটা পরিষ্কার করে ধুয়ে ময়েশ্চারাইজার লাগাতে হবে।

বেইস মেকআপ করার সময় মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগিয়ে পঁাচ মিনিট অপেক্ষা করে মেকআপ শুরু করতে হবে।

ফাউন্ডেশন লাগিয়ে ভেজা স্পঞ্জ দিয়ে মুখের সঙ্গে ভালোভাবে বেøন্ড করে দিতে হবে।

ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন এবং কমপ্যাক্ট পাউডার ব্যবহার করতে হবে।

মেকআপ করার জন্য ত্বককে প্রস্তুত করতে হবে বিশেষভাবে। তাই ত্বক সবসময় পরিষ্কার রাখতে হবে এবং পাশাপাশি তৈলাক্ত খাবার কমিয়ে দিয়ে প্রচুর পানি, শাক-সবজি ও ফলমূল খেতে হবে। তবেই ত্বকের সতেজতা বজায় থাকবে।

কেননা জলবায়ুর প্রভাবে ঋতু পরিবতের্নর সঙ্গে অনেক সময় আমাদের পরিবেশের মিল থাকছে না। প্রতিনিয়ত পরিবতর্ন হচ্ছে সেই সঙ্গে প্রকৃতিও বদলায় তার রূপ। এই মেঘ এই বৃষ্টিÑ এ যেন বিশ্ব প্রকৃতির শিশুসুলভ এক লুকোচুরি খেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে