শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

শরণাথীের্দর নিয়ে

মালালার বই

যাযাদি ডেস্ক

আমি পোস্টারের খুব একটা ভক্ত না। কিন্তু আমার শয়নকক্ষে বেনজির ভুট্টোর ছবি রয়েছে। বিবিসির সঙ্গে একান্ত আলাপচারিতায় এ কথা জানালেন শান্তিতে সবচেয়ে কম বয়সে নোবেলজয়ী পাকিস্তানের নারী অধিকারকমীর্ মালালা ইউসুফজাই। গত ৮ জানুয়ারি মালালার বইটি বেরিয়েছে। নাম ‘উই আর ডিসপ্লেসড’। বইটিতে তিনি নিজের এবং তারই মতো বয়সে নবীন নারী শরণাথীের্দর কথা সামনে এনেছেন, যারা বাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছেন। বইটি লেখার কারণ হিসেবে মালালা বলেছেন, আমরা শরণাথীর্ ও অভিবাসীদের কথা শুনি। কিন্তু তাদের কাছ থেকে শুনি না। বিশেষ করে কম বয়সী নারী শরণাথীের্দর কথা।

সেই সৌদি তরুণীর

নাম পরিবতর্ন

যাযাদি ডেস্ক

পরিবার থেকে পালিয়ে আসা সেই সৌদি তরুণী রাহাফ মোহাম্মদ আল-কুনুন নিজের নাম পরিবতর্ন করেছে। সে তার নাম থেকে পারিবারিক নাম আল-কুনুন বাদ দিয়েছে। এখন থেকে তার নাম রাহাফ মোহাম্মদ। বুধবার টরন্টোতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে রাহাফ। সংবাদ সম্মেলনে রাহাফ বলেছে, আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। কারণ সৌদি আরব থেকে পালাতে গিয়ে অনেক মেয়ে নিখেঁাজ হয়ে গেছে। অনেক মেয়েই সৌদি আরবের বাস্তবতাকে বাধ্য হয়ে মেনে নিচ্ছে। সংবাদসূত্র : এনডিটিভি

বিশ্বব্যাংকে যাচ্ছেন

না ট্রাম্পকন্যা!

যাযাদি ডেস্ক

বেশ কিছুদিন ধরে মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প বিশ্বব্যাংকের দায়িত্ব নিচ্ছেন- এমন একটি আলোচনা চলছিল। তবে ইভাঙ্কা ট্রাম্প সে দায়িত্ব নিচ্ছেন না বলে এবার নিশ্চিত করেছে হোয়াইট হাউস। তারা বলছে, মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা নিজেই একজন যোগ্য প্রাথীর্ খেঁাজার কাজে ব্যস্ত রয়েছেন। ইভাঙ্কা হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের একজন শীষর্পযাের্য়র উপদেষ্টা। হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক উপপরিচালক জেসিকা দিত্তো বিষয়টি নিশ্চিত করেন।

ইরানি দূতাবাসে

হামলা

যাযাদি ডেস্ক

ইরানের দূতাবাসে সাম্প্রতিক হামলার প্রতিবাদে তেহরানে নিযুক্ত হল্যান্ডের রাষ্ট্রদূত জ্যাকুয়েস ওয়ানার্রকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। হল্যান্ডের রাজধানী হেগে ইরানি দূতাবাসে সম্প্রতি ইসলামি বিপ্লব বিরোধী ও বিচ্ছিন্নতাবাদীরা ওই হামলা চালায়। ডাচ রাষ্ট্র্রদূতকে তলবের পর ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক ফাস্টর্ ব্যুরোর পরিচালক হামলার প্রতিবাদ করেন। এর আগেও সংঘটিত এমন হামলার কথা উল্লেখ করে ইরানি কমর্কতার্ বলেন, ডাচ পুলিশ ও দেশটির সরকারি কমর্কতার্রা পূবর্ সতকর্তামূলক ব্যবস্থা নিতে ব্যথর্ হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<32633 and publish = 1 order by id desc limit 3' at line 1