logo
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০, ১৮ আষাঢ় ১৪২৬

  বিনোদন রিপোর্ট   ৩০ জুন ২০২০, ০০:০০  

করোনা নিয়ে নাটক 'মানুষের গল্প'

চলমান করোনা পরিস্থিতি ও চরম সংকটময় সময়ের কিছু দৃশ্য দর্শকদের জানান দিতে নাটক নির্মাণ করেছেন প্রীতি দত্ত। নাম 'মানুষের গল্প'। নির্মাতা জানান, চারজন মানুষের লকডাউনের নানা সংকট নিয়ে এ নাটকের গল্প এগিয়ে যাবে। পাশাপাশি থাকবে করোনাকালের নানা বিভ্রান্তি ও দিকনির্দেশনার কথা। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। যার প্রধান চারটি চরিত্রে রয়েছেন ইরফান সাজ্জাদ, মৌসুমি হামিদ, নজরুল রাজ ও মিলি বাসার। এ নাটক প্রসঙ্গে মৌসুমি হামিদ বলেন, 'নাটকটির গল্প বর্তমান সময়কার। আমরা সবাই অনেক যত্ন নিয়েই শুটিংয়ে অংশগ্রহণ করছি। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় সর্বোচ্চ সচেতন থেকে শুটিং করেছি।' নজরুল রাজ বলেন, 'করোনা সময়কালের প্রেক্ষাপট নিয়ে এ নাটকটির গল্প। আশা রাখি, নাটকটি প্রচারে আসলে গল্পটি মানুষের মনে ভালোলাগা তৈরি করবে।' নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই 'মানুষের গল্প' নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে