logo
সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯, ১ পৌষ ১৪২৬

  বিনোদন রিপোটর্   ০২ নভেম্বর ২০১৮, ০০:০০  

মুক্তির মিছিলে ‘গহীনের গান’

মুক্তির মিছিলে ‘গহীনের গান’
আমান ও তমা মিজার্
শেষ হলো কণ্ঠশিল্পী আসিফ আকবরের নয়টি গান নিয়ে নিমির্ত সাদাত হোসাইনের মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’-এর শুটিং পবর্। গত ৩১ অক্টোবর ছবিটির শেষ শুটিং করেন ছবির প্রধান পাত্র-পাত্রী আমান ও তমা মিজার্। ‘বাংলা ঢোল’ প্রযোজিত এই ছবির তিনটি গানে তমা মিজার্ ও আমানকে অভিনয় করতে দেখা যাবে। এরইমধ্যে অন্য ছয়টি গান’সহ ফিল্মটির গানের প্রাসঙ্গিকতার গল্পে অভিনয় করেছেন আসিফ আকবর ও তানজিকা আমিন। ‘বাংলা ঢোল’র ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক অবশ্য ‘গহীনের গান’কে মিউজিক্যাল ফিল্ম বলতে নারাজ। তিনি বলেন, ‘আসিফ ভাইয়ের গাওয়া নয়টি গান নিয়ে গহীনের গানকে আমি মিউজিক্যাল ফিল্ম বলতে চাচ্ছি না। আমার ভাষ্যমতে এটি একটি পূণৈর্দঘ্যর্ চলচ্চিত্র। আর চলচ্চিত্র বলেই আমাদের লক্ষ্য হচ্ছে সিনেমা হলে মুক্তি দেয়া। সেই লক্ষ্যেই কিন্তু এখন আমাদের বাকি কাজ এগিয়ে যাবে। আমি আশা করছি দশের্কর কাছে উপভোগ্য করে তোলার জন্য গহীনের গান হয়ে উঠবে একটি ভালোলাগার মতো পূণৈর্দঘ্যর্ চলচ্চিত্র।’

তমা মিজার্ বলেন, ‘আমার অভিনয় ক্যারিয়ারে এটি একটি ব্যতিক্রম কাজ। সাদাত ভাই খুব যতœ নিয়ে কাজটি করছেন। আমি এবং আমান আমাদের গানগুলোতে সুন্দরভাবে নিজেদের উপস্থাপনের চেষ্টা করেছি। শুটিংয়ের আগে নিজেদের মধ্যে ভালোভাবে গল্পটা বুঝে অভিনয় করার চেষ্টা করেছি। যে কারণে গহীনের গান নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে