শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্পের সেরা তিন

  ১৬ মে ২০১৯, ০০:০০
ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্পের সেরা তিন
ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্পের সেরা তিন

বিনোদন রিপোর্ট

ক্লোজআপ আয়োজিত জনপ্রিয় ভ্যালেন্টাইন ক্যাম্পেইন 'ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প' ২০১৯-এর বিজয়ী তিন গল্পকার হলেন রহিমা হোসেন বিউটি, সঞ্জয় ধর ও সামিউর রশিদ। সম্প্রতি এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী এই তিন গল্পকারের হাতে পুরস্কার তুলে দেয় ক্লোজআপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সব ভালোবাসার গল্পের সমাপ্তি নেই, কিছু গল্প শেষ হয়েও হয় না শেষ। এই ভাবনা থেকেই এবার 'ক্লোজআপ' আয়োজিত কাছে আসার গল্প প্রতিযোগিতার মূলভাব ঠিক হয়েছিল 'ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প'। ১০ জানুয়ারি ২০১৯ থেকে ভালোবাসার অসমাপ্ত গল্পের আহ্বানের মাধ্যমে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। নির্ধারিত সময়ের মধ্যে সারা দেশ থেকে ২০ হাজারেরও বেশি গল্প জমা পড়ে ক্লোজআপ-এর ঠিকানায়। সেখান থেকে সেরা তিনটি গল্প নির্বাচন করেন সংশ্লিষ্ট বিচারকেরা। সেরা তিন গল্প নিয়ে নির্মিত হয় তিনটি নাটক। নাটকগুলো গত ১৪ ফেব্রম্নয়ারি ভালোবাসা দিবসে একসঙ্গে ১২টি চ্যানেলে প্রচারিত হয়। সঞ্জয় ধর রচিত 'এই গল্পের নাম নেই' নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন সাফা এবং শাওন। রহিমা হোসেন বিউটি রচিত 'যে যেখানে দাঁড়িয়ে' নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন মনোজ ও বৃষ্টি। সামিউর রশিদ রচিত 'ছন্দ ছাড়া গান' নাটকটির মূল চরিত্রে ছিলেন জনপ্রিয় তারকা সাবিলা ও প্রিতম। নাটক তিনটি পরিচালনা করেছেন দেশের স্বনামধন্য তিন পরিচালক। প্রচারের সঙ্গে সঙ্গেই নাটক তিনটি পেয়েছে অভাবনীয় দর্শকপ্রিয়তা। এর প্রমাণ পাওয়া গেছে ক্লোজআপ বাংলাদেশ-এর ফেসবুক পেইজে অসংখ্য ফ্যানের লাইক ও কমেন্টে। যেসব দর্শক টেলিভিশনে নাটকগুলো দেখার সুযোগ পাননি কিংবা আবারও দেখতে চেয়েছেন তারা নাটকগুলো বায়োস্কোপ লাইভ ডট কম এবং ক্লোজআপ-এর ইউটিউব চ্যানেলে উপভোগ করতে পারবেন সহজেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে