logo
বুধবার, ০৮ জুলাই ২০২০, ২৪ আষাঢ় ১৪২৬

  বিনোদন ডেস্ক   ২২ নভেম্বর ২০১৯, ০০:০০  

মার্কিন টিভি শোতে প্রীতি জিনতা

মার্কিন টিভি শোতে প্রীতি জিনতা
প্রীতি জিনতা
বহুদিন পর ক্যামেরার সামনে ফিরে এলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। তবে কোনো হিন্দি সিনেমায় নয়। তিনি ফিরলেন আমেরিকান টিভি শো 'ফ্রেশ অফ দ্য বোট'-এর মাধ্যমে। এই শোয়ের আগামী কোনো এপিসোডে তাকে দেখা যাবে অতিথি শিল্পী হিসেবে। বর্তমানে প্রীতি সেই অ্যাপিসোডের শুটিং করছেন। 'কাল হো না হো'র এ নায়িকা তার নতুন প্রজেক্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আবার শুরু হয়ে গেল। লোকেশনে পৌঁছে গেছি 'ফ্রেশ অফ দ্য বোট'-এর শুটিংয়ে। প্রথম দিনের কাজ শেষ করলাম। এখনো বেঁচে আছি এটা ভাগ্য। তবে এখন আর ভয়ে কাঁপছি না। এই ছবিটা দেখলেই বুঝবেন। পরিবেশ এবং পরিস্থিতি বদলে গেলেই একদম নবাগত হয়ে পড়ি আমরা। ভালো লাগছে আর সবটাই নিয়েও নিচ্ছি।'

এই লেখার পাশাপাশি প্রীতি পোস্ট করেছেন মেকআপ রুমে বসে একটি মিরর সেলফি। নব্বই দশকের প্রেক্ষাপটে এক হিপ হপপ্রেমী টিনেজার এডি হুয়াংয়ের গল্প, যে ঘটনাচক্রে অরল্যান্দোর জীবনযাপনের সঙ্গে মানিয়ে নিচ্ছে। বর্তমানে চলছে 'ফ্রেশ অফ দ্য বোট'-এর ষষ্ঠ সিজনে। প্রীতির সঙ্গে এই সিরিজে অভিনয় করছেন ভারতীয় কমেডিয়ান বীর দাস।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে