logo
শুক্রবার, ১০ জুলাই ২০২০, ২৬ আষাঢ় ১৪২৬

  অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা   ১২ জুন ২০১৯, ০০:০০  

অষ্টগ্রামে অতিরিক্ত দায়িত্বের ছড়াছড়ি

জনবল সংকটের কারণে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সরকারি অফিসগুলোতে চলছে অতিরিক্ত দায়িত্বের ছড়াছড়ি। এতে করে একদিকে যেমন ব্যাহত হচ্ছে উন্নয়ন কর্মকান্ড অন্যদিকে সেবা পাওয়া ক্ষেত্রে জনগণকে পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়।

জানা গেছে, বেশ কিছুদিন যাবৎ এ উপজেলার সরকারি অফিসগুলোতে চলছে লোকবল সংকট। শূন্য পদগুলোতে নতুন করে লোকবল নিয়োগ না দেয়ার ফলে এ অবস্থা চরম আকার ধারণ করেছে।

এর মধ্যে রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডাক্তার, হিসাব রক্ষক, সমাজ সেবা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক, আনসার ভিডিপি, পরিসংখ্যান, বিএস, জনস্বাস্থ্য কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ অধিকাংশ পদে লোক নেই।

উপরোক্ত পদগুলোতে অন্য উপজেলা থেকে লোক এনে অতিরিক্ত দায়িত্বে এসব পদে কাজ চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকতা গত ২৪ এপ্রিল পদায়ন জনিত কারনে বদলি হওযার পর পার্শ্ববতী কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকতাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে দুই লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র আশ্রয়স্থল অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স। এখানেও রয়েছে দীর্ঘদিন ধরে ডাক্তার সংকট। ফলে ব্যহত হচ্ছে এখানকার চিকিৎসা সেবা।

এছাড়া হিসাব রক্ষক কর্মকতার পদ চলছে অতিরিক্ত দায়িত্বে। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারিদের ভেতন/ভাতা তুলতে নানা সমস্যায় পড়তে হচ্ছে।

এছাড়া এই উপজেলায় মৎস্য অধিদপ্তরের অনেক প্রকল্প ও কর্মকান্ড রয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার পদ দীর্ঘদিন যাবত শূন্য থাকায় এটিও অতিরিক্ত দায়িত্বে চালানো হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, লোকবল সংকটের বিষয়টি সরকারও অবগত আছেন। অচিরেই লোকবল নিয়োগ দেয়া হবে বলে তিনি আশাবাদী।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে