শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
বিভিন্ন স্থানের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নতুনধারা
  ২৩ অক্টোবর ২০১৯, ০০:০০
খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষের্ যালির উদ্বোধন করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক -যাযাদি

স্বদেশ ডেস্ক

'জীবনের জন্য জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়'- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসন, বিআরটিএ এবং সড়ক ও জনপথ বিভাগর্ যালি ও আলোচনা সভার আয়োজন করে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

খুলনা : খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেয়র তালুকদার আব্দুল খালেক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিত কুমার পোদ্দার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক।

পঞ্চগড় : জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মো. মজাহারুল হক প্রধান এমপি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম বিআরটিএর পরিদর্শক উত্তম কুমার দেব শর্মা।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : ইউএনও মাহ্‌ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোখলেছুর রহমান, ট্রাফিক সার্জেন্ট রুপক পাল প্রমুখ।

কলাপাড়া (পটুয়াখালী) : ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়রের (ডরপ) আয়োজনে আলোচনা সভায় বক্তব্যে রাখেন অধ্যক্ষ মো. আবু সালে, ডরপের এরিয়া কো-অর্ডিনেটর মো. নাজিম উদ্দিন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর জেবা আক্তার প্রমুখ।

জয়পুরহাট : আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিক, বিআরটিএ এর সহকারী পরিচালক আব্দুল হান্নান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

বাগেরহাট : অতিরিক্ত জেলা প্রশাসক দেব প্রসাদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলা নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেত্রী রিজিয়া পারভীন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল প্রমুখ।

শিবপুর (নরসিংদী) : নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মানিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ হারুনুর রশীদ খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা, ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ জাহেদুল হক, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মো. আলমগীর প্রমুখ।

লাকসাম (কুমিলস্না) : নিসচা উপজেলা শাখার আহ্বায়ক সাংবাদিক মোজাম্মেল হক আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব তমিজ উদ্দিন চুন্নুর সঞ্চালনায়র্ যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, খাদ্য কর্মকর্তা মনিরুজ্জামান, লাকসাম ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবু হাসান খাঁন, সংগঠনের উপদেষ্টা মাহমুদুল হাসান রোম্মান, আব্দুল আউয়াল মজুমদার।

নোয়াখালী : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মাইজদী শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা প্রসাশক তন্ময় দাস ও পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম, বিআরটিএ নোয়াখালী সকার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী আতিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আশুলিয়া : সাভার হাইওয়ে থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার সকালে সাভার সিটি সেন্টারের সামন থেকে একটির্ যালি বের করা হয়। পরের্ যালিটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলস্নাহেল বাকি, হাইওয়ে পুলিশের গাজীপুর রিজনের অতিরিক্ত পুলিশ সুপার মনোয়ার হোসেন, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ উপস্থিথ ছিলেন।

নাটোর : জেলা প্রশাসক মো. শাহরিয়াজের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের নিচাবাজারস্থ একটি হোটেলে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসকের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, বিআরটিএ'র সহকারী উপ-পরিচালক সাইদুর রহমান, 'নিরাপদ সড়ক চাই' সংগঠন জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফাসহ অন্যরা।

নওগাঁ : প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফারজানা হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হামিদুল হক, নওগাঁ বিআরটিএ'র ইঞ্জিনিয়ার এটিএম ময়নুল হকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী (দিনাজপুর) : আলোচনা সভায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভুমি কানিজ আফরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যন মঞ্জু রায় চৌধুরী, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফকরুল ইসলাম।

বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মো. শিপন মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিতর্ যালিতে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদিন, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, আব্দুলস্নাহ মিয়া,উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মিষ্টার রানা, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা আনোয়ার হোসেন বাহাদুর সহ বাস চালক, ট্রাক চালক, সিএনজি চালক,মালিক সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

লালপুর (নাটোর) : উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাদিয়া আফরিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, আওয়ামী লীগ নেতা আ. সাত্তার হিরু, সমবায় অফিসার আদম আলী।

পুঠিয়া (রাজশাহী) :র্ যালিতে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামান, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, শিবপুর হাট ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী।

টাঙ্গাইল : টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা নিরাপদ সড়ক চাইর (নিসচা) সভাপতি মো. গোলাম কিবরিয়া বড় মনি।

চান্দিনা (কুমিলস্না) :র্ যালিটি ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে বের হয়ে মহাসড়কের প্রদক্ষিণ করে। পরে ফাঁড়ি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন ইলিয়টগঞ্জ ফাড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম, ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফসিউর রহমান বাবু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মামুনুর রশিদ সরকার, মাইটিভি প্রতিনিধি সাইফ উদ্দিন রনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<72307 and publish = 1 order by id desc limit 3' at line 1