সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

তাড়াশে বিএনপির ১০ নেতাকর্মী আহত

  ০৮ নভেম্বর ২০১৯, ০০:০০
তাড়াশে বিএনপির ১০ নেতাকর্মী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভাকে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার বিকেলে তাড়াশ উপজেলা সদরে দু'দফা এ হামলার ঘটনা ঘটে। তাড়াশ উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান জানান, ২০ সেপ্টেম্বর তাড়াশ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়। বুধবার দুপুরের দিকে তাড়াশ দলিল লেখক সমিতির কার্যালয়ে আহবায়ক কমিটির প্রথম সভা শুরু হয়। ওই সভায় যোগ দেওয়ার জন্য জেলার নেতারা আসার পথে জিকেএস স্কুল এলাকায় সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি সেলিম জাহাঙ্গীরের সমর্থকরা হামলা চালিয়ে মাইক্রোবাস ভাংচুর ও নেতাদের মারপিট করে।

\হতাড়াশ থানা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, দলীয় কোন্দলের কারণে দু'গ্রম্নপের মধ্যে দু'দফা হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে