শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
  ২২ নভেম্বর ২০১৯, ০০:০০
নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার

পাইকগাছায় শিশু বাপ্পী (১০) নিখোঁজ হওয়ার দুদিন পর কপোতাক্ষ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের আলাউদ্দীন মিস্ত্রীর ছেলে।

জানা গেছে, সোমবার ভোরে একই এলাকার প্রতিবেশী এক সহপাঠী বাপ্পীকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে এলাকায় মাইকিংসহ পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। এদিকে বুধবার সকালে বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন কপোতাক্ষ নদে মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানাপুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না ও ওসি এদাদুল হক শেখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে