বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বিইউপির দশম প্রতিষ্ঠা দিবস উদ্যাপিত

নতুনধারা
  ০৪ জুলাই ২০১৮, ০০:০০
বিইউপির দশম প্রতিষ্ঠা দিবস উদ্যাপিত

বাংলাদেশ ইউনিভাসিির্ট অব প্রফেশনালস্ (বিইউপি) ৯ বছর পার করে ১০ম বষের্ পদাপর্ণ করল। বিশ্ববিদ্যালয়ের দশম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে প্রতিষ্ঠানের ভবনগুলোতে আলোকসজ্জা, রঙিন তোরণ নিমার্ণ, বিশ্ববিদ্যালয়ের রাস্তা, করিডরগুলো সাজানো হয় বেলুন, ফেস্টুন আর নানা রঙের পতাকায়।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিইউপি কনকোসের্ বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ মেজর জেনারেল মো. এমদাদ উল বারী প্রতিষ্ঠাবাষির্কীর কেক কেটে এবং বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী কমর্সূচির উদ্বোধন করেন। পরে একটি শোভাযাত্রা বিইউপির ক্যাম্পাস থেকে শুরু হয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজ ও এমআইএসটির ওসমানী হল প্রদক্ষিণ করে বিইউপিতে এসে শেষ হয়। বিইউপির উপাচাযর্, উপ-উপাচাযর্ প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদারসহ শিক্ষক, কমর্কতার্ ও শিক্ষাথীর্রা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে