শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

কমলা রঙের পাখি ঘিরে জল্পনা

যাযাদি ডেস্ক
  ১২ জুলাই ২০১৯, ০০:০০
কমলা রঙের পাখি ঘিরে জল্পনা
কমলা রঙের পাখি ঘিরে জল্পনা

কমলা রঙের এক অদ্ভুত সুন্দর পাখি অবাক করে দেয় ইংল্যান্ডের প্রাণিরক্ষা কেন্দ্রের কর্মীদের। কিন্তু শেষ পর্যন্ত যে তথ্য সামনে এলো তাতে আরও বেশি অবাক গবেষকরা।

বাকিংহামশায়ারের হাইওয়ের ধার থেকে একটি কমলা রঙের পাখি উদ্ধার করে ইংল্যান্ডের টিগিউইকংলস ওয়াইল্ড লাইফ হসপিটালে নিয়ে যান কয়েকজন প্রাণিরক্ষাকর্মী। কিন্তু ভালো করে পরীক্ষা করে প্রাণী চিকিৎসকরা বুঝতে পারেন যেকোনো নতুন ধরনের পাখি নয়, উজ্জ্বল কমলা রঙের ওই পাখি আসলে সিগাল। হলুদ দেয়া কোনো তরকারি পাখিটির গায়ে কোনোভাবে পড়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। তার ফলেই এই রং ধরে যায় সিগালটির গায়ে। তবে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ পাখিটির গায়ে কীভাবে তরকারির রং লাগে, তা এখনো বোঝা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে