সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

  ২৬ মার্চ ২০২০, ০০:০০
পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

যাযাদি ডেস্ক

কুষ্টিয়ায় আটকের কয়েকঘণ্টা পর কথিত 'বন্দুকযুদ্ধে' এক যুবক নিহত হয়েছেন, যাকে চিহ্নিত ডাকাত দলের সদস্য বলছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার হরিপুরের শালদা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পারভেজ খান (৩০) কুষ্টিয়া শহরের রাজারহাটের ইউসুফ আলী খানের ছেলে।

ওসি গোলাম মোস্তফা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ পারভেজকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে কুষ্টিয়া সদরের হরিপুর ইউনিয়নের শালদা গ্রামে যায়।

'সেখানে পৌঁছলে চিহ্নিত ডাকাত দলের অন্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়।'

ওসি বলেন, পরে পুলিশ ঘটনাস্থলে পারভেজকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও রামদা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ নয়টি মামলা রযেছে বলে জানান ওসি। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে