logo
সোমবার, ৩০ মার্চ ২০২০, ১৬ চৈত্র ১৪২৬

  ক্রীড়া প্রতিবেদক   ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০  

টাইগারদের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে দল ঘোষণা

টাইগারদের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে দল ঘোষণা
বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ
আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুই ম্যাচের টি২০ সিরিজও খেলবে তারা। বুধবার এই দুই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। দলে নেয়া হয়েছে সদ্য সমাপ্ত যুব বিশ্বকাপ মাতিয়ে আসা অলরাউন্ডার ওয়েসলি মাধেভেরেকে।

এবারের যুব বিশ্বকাপে দল হিসেবে খুব একটা সাফল্য পায়নি জিম্বাবুয়ে। তবে নিজের আলো ঠিকই ছড়িয়েছেন মাধেভেরে। টুর্নামেন্টে খেলেছেন ৬টি ম্যাচ। এর মাঝে দু'বার তুলে নিয়েছেন ফিফটি, করেছেন সবমিলিয়ে ১৫৮ রান। এছাড়া অফস্পিন বোলিংয়ে ২২.২৫ গড়ে নিয়েছেন ৮ উইকেট। এমন পারফরম্যান্সের পুরস্কারস্বরূপই জাতীয় দলে ডাক পেলেন তিনি।

এছাড়া শন উইলিয়ামসও দলে ফিরছেন। জিম্বাবুয়ের নিয়মিত টেস্ট অধিনায়ক হলেও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি নিয়েছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। অবশ্য ওয়ানডে ও টি২০ সিরিজে পেস বোলিং অলরাউন্ডার চামু চিবাবা দলকে নেতৃত্ব দেবেন।

সীমিত ওভারের দলে ডাক পাওয়া নতুন খেলোয়াড়েরা আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবেন। টেস্ট দলের খেলোয়াড়দের মাঝে যারা ওয়ানডে ও টি২০ দলে সুযোগ পেয়েছেন তারাসহ নতুন আসা ক্রিকেটাররা একসঙ্গে সিলেট চলে যাবেন। এদিকে বাকি ক্রিকেটাররা বুধবারই দেশে চলে যাওয়ার কথা।

জিম্বাবুয়ের ওয়ানডে ও টি২০ দল: চামু চিবাবা (অধিনায়ক), ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, ক্রেগ আরভিন, শন উইলিয়ামস, টিমিসেন মারুমা, টিনোটেন্ডা মুতোমবোদজি, ডোনাল্ড তিরিপানো, তিনাশি কামুনহুকামুয়ে, ক্রিস্টোফার পোফু, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), এইন্সলে এনদলোভু, চার্লটন শুমা ও ওয়েসলি মাধেভেরে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে