শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলু হবে রপ্তানি

যাযাদি রিপোর্ট
  ১২ মে ২০২৩, ১১:৫৮

এতদিন আলু রপ্তানিতে নগদ সহায়তার জন্য বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিইএ) প্রত্যয়নপত্র লাগত। এ নিয়ে আদালতে রিট পিটিশন হওয়ায় বিপাকে ছিলেন রপ্তানিকারকরা। এখন থেকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রত্যয়ন সনদপত্র থাকলেই আলু রপ্তানি খাতে নগদ সহায়তা দেওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলারদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আলু রপ্তানি খাতে নগদ সহায়তা প্রদান অব্যাহত রাখার স্বার্থে বিপিইএ প্রত্যয়নপত্র দাখিল সংক্রান্ত রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২০১৯ সালের ২০ অক্টোবরের সংযোজনী-ক অনুসারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রত্যয়ন সনদপত্র দাখিলের শর্ত বহাল থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে