পঞ্চগড়ের বোদায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। উপজেলার আমন ধানের ক্ষেতগুলো সবুজে সবুজে ভরে উঠেছে। উপজেলার বিস্তৃণ এলাকা গুলোতে আমন ধানের চারা গাছ গুলো আশ্বিনের বাতাসে দোল খাচ্ছে। চারিদিকে শুধু আমন ধানের সমারহ। আমন ধানের ক্ষেতগুলোকে নিয়ে কৃষকের রঙ্গিন স্বপ্ন। আবহাওয়া অনুকুলে থাকায় আমন ধানের ফলন ভাল হবে বলে স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমে আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৪০৩০ হেক্টর, অর্জিত হয়েছে ২৪০৩৫ হেক্টর। বর্তমানে আমন ধানের ক্ষেতগুলোতে ধানের শীষ বের হওয়া শুরু হয়েছে। আবাব কতগুলো ধানের ক্ষেত অল্প কিছুদিনের মধ্যে বের হবে।
এ বিষয়ে কথা হয় বেংহারী বনগ্রাম ইউনিয়নের ছেতনাইপাড়া এলাকার আমন চাষী ওসমান গণির সাথে, তিনি বলেন চলতি আমন মৌসুমে বৃষ্টিপাত একটু কম হয়েছিল।
এ সময় আরো কথা হয় বোদা সদর ইউনিয়নের নয়াদিঘী গ্রামের আমন ধান চাষী নুর নবী সাথে, তিনি বলেন এ বছর বর্ষা মৌসুমের শুরু থেকে বৃষ্টিপাত না হওয়ায় আমন ধানের ক্ষেত গুলো শুকিয়ে গেছে। শেষ সময়ে বৃষ্টি হওয়ায় গাছ ও ফসলের জন্য ভালো হয়েছে। শেষ সময়ে বৃষ্টিপাত হওয়ায় আগের তুলনায় ধানের ক্ষেতে পোকা মাকরের আক্রমণ একটু কমে গেছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আহম্মেদ রাশেদ উদ নবী বলেন, এই উপজেলার বেশীর ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। এই এলাকার মাটি আমন চাষের জন্য উপযুক্ত মাটি।
তিনি আরো বলেন, উপজেলা কৃষি বিভিাগের মাঠ পর্যায়ের কর্মীরা কৃষকদের দ্বারে দ্বারে ঘুরছেন। কৃষকদের ধানের ক্ষেতের সমস্যা সমাধানের চেষ্টা করছেন। চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
যাযাদি/ এম