নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের প্রায় পাঁচ শতাধিক গৃহবধূ তাদের বসতভিটায় বা বাড়ির আঙ্গিনায় কীটনাশক মুক্ত শাকসবজি উৎপাদনে উদ্বুদ্ধ হয়েছেন।
বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশান এডুকেশন সার্ভিসেস(বিজ) এর উদ্যোগে ওই এলাকায় বৃহস্পতিবার এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার উপ-নির্বাহী পরিচালক কৃষিবিদ মো. মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-সহকারী পরিচালক মোঃ ছাদেকুল ইসলাম প্রামাণিক এবং কৃষি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মো. মোশারফ হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই সংস্থার সার্বিক সহায়তায় সারাদেশেই উপকারভোগী নারীদেরকে পারিবারিক পুষ্টি চাহিদা এবং বসতঘরের আঙ্গিনায় কীটনাশক মুক্ত শাকসবজি উৎপাদনে উৎসাহ বা উদ্ধুদ্ধ করা হয়ে থাকে।
এই কর্মসূচির অংশ হিসেবেই নরসিংদীতে ৫০০ জন গৃহবধূর হাতে অন্তত পাঁচ জাতের গ্রীষ্মকালীন শাকসবজির বীজ তুলে দেওয়া হয়েছে এবং সেগুলো রোপণ, পরিচর্যার যাবতীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে।
সংস্থার জোনাল ম্যানেজার মো. আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাব জোনাল ম্যানেজার সৌমেন চক্রবর্তী, সিনিয়র শাখা ব্যবস্থাপক মোঃ রাজ্জাকুল ইসলাম প্রামাণিক, মো. আরিফুর রহমান, কৃষি কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার আবু রায়হান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।