শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ব্যতিক্রমি আয়োজন, পাঠাগার ছেড়ে মাঠে বই পড়া

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
  ১৭ মে ২০২৪, ২১:৩৭
ছবি : যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার একটি আলোকিত ও আলোচিত পাঠাগার হলো গুঞ্জন পাঠাগার। পাঠাগারটি জেলার নবীনগর পৌর এলাকার সুহাতা গ্রামে এর অবস্থান। সপ্তাহের প্রতি শুক্রবার এ পাঠাগারে বসে পাঠকদের মেলা। দিনভর পাঠকরা এখানে বসে বই পড়েন।

তবে এবার বই পড়ার ব্যতিক্রম আয়োজন করেছে গুঞ্জন পাঠাগার। বই পড়ায় আগ্রহ বাড়াতে নতুন পাঠক সৃষ্টি করতে আজ শুক্রবার সকালে গ্রামের পাশের ভোলাচং উচ্চ বিদ্যালয় মাঠে বই পড়ার আয়োজন করা হয়। এতে একশ’র বেশি পাঠক অংশ নেয়।

কেউ গাছ তলায় কেউবা পুকুর পাড়ে বসে বই পড়ে। আয়োজনটি বেশ উপভোগ করে পাঠকরা।

পাঠক শিপন মিয়া বলেন, ‘আমি আগে এ পাঠাগারে এসে বই পড়েছি। এটা ছিলো ব্যতিক্রম আয়োজন। খুব ভালো লেগেছে এ আয়োজনে উপস্থিত থেকে। অনেক পাঠক হয়েছে বিদ্যালয়ের মাঠে। প্রচারণা চালালে আরো পাঠক বাড়বে।’

গুঞ্জনের প্রতিষ্ঠাতা স্বপন মিয়া বলেন, ‘বই পড়ার আগ্রহ বাড়াতে ও পাঠক বাড়াতে এ আয়োজন করেছি। আশা করছি পরবর্তী সময়ে পাঠক আরো বাড়বে। পাঠাগার প্রতিষ্ঠার শুরুর দিকেও আমরা এভাবে বাইরে গিয়ে বই পড়তাম।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে