ময়মনসিংহের ভালুকায় কবি-সাহিত্যিকদের মিলনমেলা, 'মাটির টানে কবিতার ঘ্রাণে' বিষয়ক আলোচনা সভা ও ভালুকা কবি ও কবিতা উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ও শনিবার (৭-৮জুন) দুই দিন ব্যাপি আনন্দমুখর পরিবেশে ভালুকা কবি ও কবিতা উৎসব, বঙ্গটিভি স্বর্ণ পদক ও আমারবাংলা সাহিত্য পুরষ্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গটিভি ঘোষিত স্বর্ণপদক প্রাপ্তরা হলেন- কবি সেলিনা রশিদ, দেবিকা বন্দোপাধ্যায়, খান আক্তার হোসেন। আমারবাংলা সাহিত্য পুরষ্কার প্রাপ্তরা হলেন- কবি- কথাসাহিত্যিক কবির সুমন ও কবি- ঔপন্যাসিক এরশাদ আহমেদ। আমারবাংলা সম্মাননা প্রাপ্তরা হলেন- কবি সেলিনা রশিদ, দেবিকা বন্দোপাধ্যায়, খান আক্তার হোসেন, সাংবাদিক লিয়াকত হোসেন প্রমুখ।
যাযাদি/ এস