বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

শাহবাগ ছাড়লেন ছাত্রদল নেতাকর্মীরা, যান চলাচল শুরু

যাযাদি রিপোর্ট
  ২২ মে ২০২৫, ১৮:৫৮
শাহবাগ ছাড়লেন ছাত্রদল নেতাকর্মীরা, যান চলাচল শুরু
সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগে ছাত্রদল নেতাকর্মীদের অবস্থান। ছবি: ফোকাস বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবস্থান নেওয়া ছাত্রদল নেতাকর্মীরা সরে গেছেন। এরপর সড়কে যান চলাচল শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

1

আজ বিকালে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। এসময় তিনি বলেন, ‘আমরা বৃষ্টি উপেক্ষা করেও কর্মসূচি অব্যাহত রেখেছি। নেতা–কর্মীরা সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাস্তায় থাকতে প্রস্তুত।’

শাহবাগে অবস্থানকালে নেতাকর্মীরা- ‘কী করো ইন্টেরিম, হয়ে গেল ৯ দিন’, ‘বাঁচতে হলে লড়তে হবে, সেই লড়াইয়ে জিততে হবে’, ‘৯ মাসে দুই খুন, ভিসি তোমার অনেক গুণ’, ‘৯ দিন হয়ে গেল, কেউ কিছু জানে না’, ‘এই লড়াইয়ে জিতবে কারা, শহীদ জিয়ার সৈনিকেরা’, ‘বিচার চাই, বিচার চাই, সাম্য হত্যার বিচার’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’ ইত্যাদি স্লোগান দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা কলেজ, ঢাকা মহানগর পূর্বসহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়। আর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে রাজধানীর সরকারি বাঙলা কলেজ, তিতুমীর কলেজ, ঢাকা মহানগর পশ্চিমসহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা অবস্থান নেন শাহবাগে।

বিকালে কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা দিয়ে অন্তর্বর্তী সরকারকে ছাত্রদল নেতাকর্মীদের মনোভাব বোঝার আহ্বান জানিয়ে রাকিবুল বলেন, ‘আমরা সব সময় শান্ত থাকব না। সাম্য হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে