বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ তার হাতে তুলে দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। গত রাত নয়টায় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু উপস্থিতে এই কাগজ হস্তান্তর করা হয়।
১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর অবস্থিত ওই বাড়ি বরাদ্দ দেয় তৎকালীন সরকার ।
বাড়িটি খালেদা জিয়া গুলশানে ‘ফিরোজা’ নামের যে বাড়িতে এখন থাকেন তার পাশে। নিজের নামে বরাদ্দকৃত বাড়িটি ১৯৬ নম্বর গুলশান এভিনিউতে।
খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, ‘উপদেষ্টা আদিলুর রহমান খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসে ম্যাডামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। উপদেষ্টা কিছু কাগজ ওনার হাতে দিয়েছেন। তারা আধা ঘণ্টার মতো ছিলেন।’
জিয়াউর রহমান সেনাপ্রধান ও রাষ্ট্রপতি থাকার সময় ঢাকা সেনানিবাসের ভেতর মইনুল রোডের বাড়িতে থাকতেন। তার মৃত্যুর পর বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়ায়। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর সেখানেই ছিলেন। কিন্তু শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় এসে জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে উৎখাত করেন। দীর্ঘদিনের সংসারের সব মালামাল ফেলে রেখে খালেদা জিয়াকে এক কাপড়ে সেখান থেকে বের করে দেয়া হয়।