রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

কুমিল্লায় লাশ নিয়ে বাড়ি ফেরার পথে এ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
  ০৫ জুলাই ২০২৫, ২০:৪৮
কুমিল্লায় লাশ নিয়ে বাড়ি ফেরার পথে এ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ২
যায়যায়দিন

শনিবার (৫ জুলাই) বিকেল ৫টায় লাশবাহী এ্যাম্বুলেন্স যোগে সৌদি প্রবাসী রুবেলের মরদেহ নিয়ে ফটিকছড়ি যাচ্ছিল নিহত রুবেলের আপন ভাই বাবুল (৩২) ও তাহার প্রতিবেশীরা।

লাশবাহী এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা (কালিকাপুর) পৌঁছা মাত্রই ১৪ চাকার বড় লড়ি ট্রাকের পিছনে ধাক্কা দেয়।

এতে নিহত প্রবাসী রুবেলের বড় ভাই বাবুল (৩২), প্রতিবেশী ওসমান মিয়া (৪০) ঘটনাস্থলে নিহত হন এবং অপর প্রতিবেশী বশির মিয়া (৩০) গুরুতর আহত হয়ে মহাসড়কে উপর পড়েছিল।

কালিকাপুর গ্রামের স্থানীয়রা দুর্ঘটনায় আহত ব্যক্তি বশির মিয়াকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড সড়ক দুর্ঘটনার বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন মানবকন্ঠের প্রতিবেদককে জানান- কালিকাপুর গ্রামের স্থানীয়রা বলেন, লাশবাহী গাড়িটি বেপরোয়া গতিতে চট্টগ্রামমুখী ১৪ চাকার লড়ির পিছনে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে ২ জন নিহত ও গুরুতর একজন আহত হন।

লাশবাহী এম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ও আহত সকলের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বুঝপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়- গত এক বছর পূর্বে সৌদি আরবে রুবেল মারা যায়।

আইনী পক্রিয়া শেষে আজ সকালে রুবেলের মরদেহ ঢাকা এসে পৌছায়। পরবর্তীতে প্রবাসী রুবেলের মরদেহ সংগ্রহ করে বাড়ি ফেরার পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হন। ঘটনার পর থেকে লাশবাহী এম্বুলেন্সের ড্রাইভার পলাতক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে