শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​​​​​​​সয়াবিনের পর পামওয়েল লিটারে তিন টাকা কমল

যাযাদি ডেস্ক
  ২২ মার্চ ২০২২, ২০:৫৭

সয়াবিন তেলের পর এবার দাম কমেছে পামওয়েলের এই তেলের দাম লিটারে তিন টাকা কমানো হয়েছে

মঙ্গলবার (২২ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে পাম তেলের দাম কমানোর সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ভেজিটাবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন

সংগঠনের সচিব মো. নুরুল ইসলাম মোল্লার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ফেব্রুয়ারি নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী এতদিন পাম তেলের লিটারপ্রতি খুচরা মূল্য ছিল ১৩৩ টাকা, সেটা ২২ মার্চ থেকে ১৩০ টাকায় বিক্রি হবে

এর আগে গত রোববার মিল মালিকদের সঙ্গে বৈঠকে বোতলজাত সয়াবিন তেলের খুচরা মূল্য প্রতি লিটার ১৬৮ টাকা থেকে কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয় পাঁচ লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয় ৭৬০ টাকা, যা এতদিন ৭৯৫ টাকা ছিল আর খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় প্রতি লিটার ১৩৬ টাকা, যা এতদিন ১৪৩ টাকা নির্ধারিত ছিল

ওই বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ জানান, নতুন এই মূল্য আগামী ঈদুল ফিতর পর্যন্ত বহাল থাকবে একই সময় পাম তেলের দামও ঠিক করে দেওয়ার কথা জানিয়েছিল বাণিজ্য সচিব তারই ধারাবাহিকতায় এই ঘোষণা এলো

ভোজ্যতেলের ওপর তিন স্তরে মোট ৩৫ শতাংশ ভ্যাট ছিল সরকারের সিদ্ধান্তে খুচরা পর্যায়ের শতাংশ ভ্যাট, উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয় পাশাপাশি আমদানি পর্যায়ে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট থেকে কমিয়ে শতাংশে নামিয়ে আনা হয় সরকারের এসব উদ্যোগে বাজারে কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে

রোজার আগেই বাজারে নিত্যপণ্যের দাম বাড়তে থাকে বিশেষ করে তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এমন পরিস্থিতিতে সরকার বাজার নিয়ন্ত্রণে তৎপর হয়

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে