শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোদে পুড়ে অপেক্ষা, তবুও মেলে না টিসিবির পণ্য

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৫ এপ্রিল ২০২২, ১৭:৪২

রামপুরা বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গাড়ি এসেছে ঠিক দুপুর ১টায় তখন সেখানে উত্তপ্ত রোদ সুবিধাজনক জায়গা না পেয়ে রোদের মধ্যেই দাঁড়িয়েছে গাড়িটি

সেখানে পণ্য নিতে আসা সালেহা বেগম জানান, ‘এখানে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকার উপায় নেই রোজা থেকে খুব কষ্ট হয়ে যায় তারপরও পণ্য পাওয়া গেলে খুব উপকার হবে কয়েকদিন দাঁড়িয়ে সিরিয়াল পাইনি

ট্রাকসেল পরিচালনা করছে শেখ জেনারেল স্টোর ডিলারের কর্মী জাহিদ আগেই ২৫০ জনকে হাতে কালি দিয়ে সিরিয়াল দিয়েছেন ভিড়ের কারণে এখন রাজধানীর অধিকাংশ টিসিবির ট্রাকসেলে ক্রেতাদের হাতে অমোচনীয় কালি ব্যবহার করা হচ্ছে এরপর সে অনুযায়ী পণ্য দেওয়া হয় কিন্তু ট্রাক আসার কিছুক্ষণের মধ্যে বরাদ্দের ২৫০ জনের সিরিয়াল শেষ

সরেজমিনে দেখা যায়, যারা হাতে সিরিয়াল পেয়েছেন তারা কিছুক্ষণ লাইনে দাঁড়াচ্ছেন, আবার রোদের কারণে পাশের জনকে দাঁড় করিয়ে কিছুক্ষণ বিশ্রাম করছেন রোজাদাররা লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ক্লান্ত হয়ে পড়ছেন

জাহিদ বলেন, টিসিবির বরাদ্দ অনুযায়ী একটি ট্রাকসেল থেকে ২৫০ জন ক্রেতা সব ধরনের পণ্য পান এরপরও প্রচুর মানুষ আসছে রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের কিন্তু তাদের পণ্য দেওয়া সম্ভব হবে না বললেও শুনছে না বারবার পণ্যের জন্য তাগাদা দিচ্ছে

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে