শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক দশকের সর্বোচ্চে পৌঁছবে তুরস্কের তুলা উৎপাদন

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১৭ এপ্রিল ২০২২, ১৬:৪১

২০২২-২৩ বিপণন মৌসুমে তুরস্কে তুলা উৎপাদন বেড়ে লাখ ২৫ হাজার টনে (৪২ লাখ বেল) পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম বেড়ে যাওয়ায় দেশটির তুলাচাষীরা ব্যাপক পরিসরে আবাদ বাড়িয়েছেন পূর্বাভাস সত্য হলে এটিই হতে যাচ্ছে এক দশকের সর্বোচ্চ উৎপাদন

ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তুলার শক্তিশালী দামের কারণে তুরস্কের চাষীরা তুলনামূলক কম লাভজনক ফসল আবাদ থেকে সরে আসছেন বিপরীতে তারা অব্যাহতভাবে তুলার আবাদ বাড়াচ্ছেন ফলে ২০২২-২৩ বিপণন মৌসুমে আবাদি জমির পরিমাণ বেড়ে লাখ ১৫ হাজার হেক্টরে উন্নীত হতে পারে বলে ধারণা করা হচ্ছে

পূর্বাভাস অনুযায়ী, তুলা আবাদ থেকে শুরু করে ফলনের মাসগুলোয় আবহাওয়া পরিস্থিতির আরো উন্নতি হবে গত বিপণন মৌসুমে দেশটি ভয়াবহ খরার মুখোমুখি হয়েছিল তবে এবারের শীত মৌসুমে বৃষ্টিপাতের কারণে খরার প্রভাব অনেকটাই কেটেছে আসন্ন বসন্তে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে

গত দুই বছর উৎপাদন ভালো হওয়ায় দেশটির চাষীরা এবার আত্মবিশ্বাসী অন্যদিকে আন্তর্জাতিক বাজারে দাম বেশি থাকায় অতিরিক্ত লাভের প্রত্যাশা তো রয়েছেই তার ওপর অনুকূল আবহাওয়া চাষীদের আবাদ বাড়াতে উৎসাহিত করছে

প্রতিবেদনে আরো বলা হয়, ২০২২-২৩ মৌসুমে তুরস্কে তুলার ব্যবহার বেড়ে ১৯ লাখ টনে (৮৭ লাখ ৩০ হাজার বেল) উন্নীত হতে পারে সে হিসাবে গত মৌসুমের তুলনায় ব্যবহার দশমিক শতাংশ বাড়বে চলতি মৌসুমে (২০২১-২২) দেশটিতে ১৮ লাখ ২০ হাজার টন তুলা ব্যবহার হবে বলে নতুন পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ গত বছরের নভেম্বরে দেয়া পূর্বাভাসের তুলনায় ব্যবহার দশমিক শতাংশ কমবে

অন্যদিকে ২০২২-২৩ বিপণন মৌসুমে তুরস্ক প্রায় ১১ লাখ ৫০ হাজার টন (৫২ লাখ ৮০ হাজার বেল) তুলা আমদানি করবে বলেও পূর্বাভাস দিয়েছে মার্কিন সংস্থাটি সে হিসাবে আমদানির পরিমাণ গত বছরের মতো অপরিবর্তিত থাকবে ২০২১-২২ মৌসুমের প্রথমার্ধে দেশটির তুলা আমদানি রেকর্ড উচ্চতায় পৌঁছে আমদানির পরিমাণ দাঁড়ায় লাখ ৫৫ হাজার ৬৭৮ টনে তখন ধারণা করা হয়, স্থানীয় উৎপাদনকে ছাড়িয়ে যাবে পণ্যটির চাহিদা আগামী বছরগুলোয়ও দেশটিতে তুলা আমদানি বাড়বে বলে মনে করছে ইউএসডিএ সময় তুরস্কে সবচেয়ে বেশি তুলা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র ব্রাজিল

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে