তৈরি পোশাক শিল্পের সামনে ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন সময়োপযোগী নেতৃত্ব, যারা অভিজ্ঞতা, সাহস ও তারুণ্যের সমন্বয়ে শ্রমিক, উদ্যোক্তা ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে- এমন মন্তব্য করেছেন বিজিএমইএ নির্বাচনকে সামনে রেখে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার মো. আবুল কালাম।
ইশতেহারে উল্লেখযোগ্য ১২ টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে এসএমই সাপোর্ট সেল গঠন করা।
ক্ষুদ্র ও মাঝারি কারখানার জন্য নীতিগত, আর্থিক ও কাঠামোগত সহায়তায় ‘এসএমই সাপোর্ট সেল’ চালুর প্রতিশ্রæতি দিয়ে প্যানেল লিডার মো. আবুল কালাম বলেন, তারা ভ্যাট, এইচএস কোড, অর্ডার বাতিল, বিলম্বিত পেমেন্ট ও চুক্তি সংক্রান্ত আইনি জটিলতা নিরসনে সরকারের সঙ্গে কাজ করবেন।
সংকটকালে বিকল্প প্রণোদনার দাবি জানিয়ে আবুল কালাম বলেন, শিল্পের উৎপাদন অব্যাহত রাখতে উৎপাদন মৌসুমে গ্যাস-বিদ্যুতের নিশ্চয়তা দিতে হবে।
ইন্ডাস্ট্রি ৪.০ প্রস্তুতি ও গ্রিন ফান্ডিং ডেস্ক
পণ্য ও বাজার বহুমুখীকরণ
মার্কেট এক্সপ্যানশন ডেস্ক গঠন করে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় বাজার সম্প্রসারণ ও ইউরোপ-আমেরিকার ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ থাকবে।
“আঞ্চলিক বাণিজ্য সংস্থা ও চেম্বারগুলোর সঙ্গে গড়ট স্বাক্ষর,ই২ই মিশন, এক্সপো ও সোর্সিং ফেয়ার-এ অংশগ্রহণের মাধ্যমে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার সম্ভাবনাময় বাজারে প্রবেশনিশ্চিত করব। ইউরোপ ও আমেরিকার অতিনির্ভরতা কমিয়ে বৈশ্বিকবাণিজ্য ঝুঁকি হ্রাস করব। ঊচই, বিদেশি মিশন ও প্রবাসী নেটওয়ার্কের সঙ্গে যৌথভাবে নতুন ক্রেতাসংযোগ এবং সিনথেটিক, ব্লেন্ড ও আউটারওয়্যার পণ্যের রপ্তানি বৃদ্ধিতে উদ্যোগ নেওয়া হবে। আমদানী কাঁচামালের ওপর নির্ভরতা কমিয়ে নতুনপণ্যে প্রবেশ ও উচ্চ প্রবৃদ্ধির বাজারে অবস্থান সুদৃঢ় করবে।”
শুল্ক সুবিধা কমে যাওয়া ঠেকাতে স্মার্ট রাজস্ব নীতি ও প্রণোদনার মাধ্যমে রপ্তানি প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও মজুরি স্থিতিশীলতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
বন্ড সুবিধা, গ্রিন চ্যানেল চালু, সোর্স ট্যাক্স হ্রাসসহ কাস্টমস-বন্ড-ভ্যাট ব্যবস্থার যুগোপযোগী সংস্কারের ঘোষণা দেওয়া হয়। সবুজ শিল্পায়ন
সার্কুলার ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি ও ডিকার্বনাইজেশনের জন্য কারখানাভিত্তিক রোডম্যাপ ও অর্থায়নের সুযোগ বাড়ানো হবে।
সার্কুলার ইকোনমি: সার্কুলার ইকোনমি বাস্তবায়নে একটি পুর্নাঙ্গ গাইডলাইন প্রনয়ন করা হবে এবং সকল প্রকার নীতি সহয়তাপ্রনয়ন করা হবে।
আবুল কালাম বলেন, সৌর প্রযুক্তিতে বিনিয়োগে দেশি ও বিদেশি উৎস থেকে সহজ লভ্য ঋণ এর নিশ্চিত করা ও শেয়ারড মডেলে রুফটপ সোলার ব্যাবস্থা করা হবে।
অনুষ্ঠানের শুরুতে বিজিএমইএর সাবেক সভাপতি ও সম্মিলিত পরিষদের নির্বাচনের প্রধান সমন্বয়ক ফারুক হাসান তাদের নেতৃত্বে তৈরি পোশাক শিল্পের জন্য তাদের বিভিন্ন অর্জন তুলে ধরেন।
পলিসি রিসার্চ ইনস্টিটিউট অফ বাংলাদেশের অর্থনীতিবিদ হাসনাত আলম সামগ্রিক অর্থনীতি ও তৈরি পোশাক শিল্পের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন।