বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

  বাংলাদেশকে ২৪১ মিলিয়ন ডলার ঋণ দেবে আইডিবি

যাযাদি ডেস্ক
  ২১ মে ২০২৫, ২১:৪৬
  বাংলাদেশকে ২৪১ মিলিয়ন ডলার ঋণ দেবে আইডিবি
ছবি : যায়যায়দিন

বাংলাদেশকে ২৪১ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ প্রদান করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)।

বৃহস্পতিবার (২১ মে) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে আইডিবির পরিচালনা পর্ষদের বার্ষিক সভায় বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। ‘কন্সট্রাকশন অফ ফাইভ ক্লাইমেট রেসিলিয়েন্ট ব্রিজ ইন ময়মনসিংহ ডিভিশন, বাংলাদেশ (বিজিডি ১০৯৬)’ শীর্ষক প্রকল্পে এ ঋণ দিচ্ছে আইডিবি।

1

এ ঋণচুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) -এর পক্ষে ভাইস প্রেসিডেন্ট ড. রামি আহমেদ স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরকালে আইডিবিতে বাংলাদেশ সরকারের বিকল্প গভর্নর মোহাম্মদ হাসান আরিফ; আলজেরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স রাশেদ আহমেদ এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন।

এ প্রকল্পটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হবে।

প্রকল্পটির মাধ্যমে ৫টি জলবায়ু অভিঘাত সহনশীল সেতু নির্মাণের ফলে ময়মনসিংহ বিভাগের প্রত্যন্ত এলাকায় সুনামগঞ্জ-জামালপুর সীমান্ত সড়ক এবং শ্যামগঞ্জ-দুর্গাপুর সীমান্ত সড়ক যোগাযোগ উন্নয়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব হবে।

এ প্রকল্প বাস্তবায়নের ফলে সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী জনসাধারণের জলবায়ু পরিবর্তন প্রতিক্রিয়া মোকাবেলা, পরিবহন সুবিধা, সড়ক নিরাপত্তা, শিক্ষার প্রসার, অর্থনৈতিক সুযোগ সৃষ্টিসহ দারিদ্র ও সামাজিক বৈষম্য হ্রাস সম্ভব হবে।

আইডিবি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত বহুপাক্ষিক উন্নয়ন অংশীদার এবং প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অনুদান, প্রকল্প ঋণ, বাণিজ্য অর্থায়ন, বেসরকারি খাতের অর্থায়ন, রপ্তানি ঋণ গ্যারান্টি ইত্যাদির মাধ্যমে অব্যাহত সহায়তা প্রদান করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে