সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

 সর্বোচ্চ থেকে সর্বনিম্নে ইউরোপীয় গমের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২৫ মে ২০২৫, ১৯:১৮
 সর্বোচ্চ থেকে সর্বনিম্নে ইউরোপীয় গমের দাম
ছবি: সংগৃহীত

পর্যাপ্ত সরবরাহ ও নিম্নমুখী রফতানি চাহিদার কারণে ফিউচার মার্কেটে ইউরোপীয় গমের দাম টানা দ্বিতীয় দিনের মতো কমেছে। প্যারিসভিত্তিক ইউরোনেক্সে সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে শুক্রবার গমের দাম ছিল টনপ্রতি ২০৭ ইউরো, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কম। খবর বিজনেস রেকর্ডার।

1

এর আগে বুধবার ইউরোপের বাজারে গমের দাম বেড়ে টনপ্রতি ২১৩ ইউরোয় পৌঁছেছিল, যা ১৭ এপ্রিলের পর সর্বোচ্চ। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি সপ্তাহের শুরুতে রাশিয়া ও চীনে খারাপ আবহাওয়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রে গমের মান খারাপ হওয়ার খবরে গমের দাম কিছুটা বেড়ে গিয়েছিল। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, ফসলের বড় ক্ষতির ঝুঁকি খুব বেশি নয়।

ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিল (আইজিসি) বৃহস্পতিবার জানায়, ২০২৫-২৬ মৌসুমের জন্য গম উৎপাদনের পূর্বাভাস ৮০ কোটি ৬০ লাখ টনে স্থিতিশীল রেখেছে। অন্যদিকে কনসালট্যান্সি ফার্ম সোভেকন তাদের ২০২৫ সালের রাশিয়ার গম উৎপাদন পূর্বাভাস ৭ কোটি ৯৮ লাখ থেকে বাড়িয়ে ৮ কোটি ১০ লাখ টনে উন্নীত করেছে।

ফ্রান্সে কৃষি সংস্থা ফ্রান্সএগ্রিমের তথ্যে দেখা গেছে, গত সপ্তাহে সফট হুইট বা নরম গমের মান কিছুটা কমেছে। তবে উত্তর ইউরোপে শুষ্ক আবহাওয়া নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে, কারণ ফ্রান্স ও জার্মানির উত্তরাঞ্চলে আবার বৃষ্টি শুরু হয়েছে। সামনের দিনগুলোয়ও বৃষ্টিার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে