শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার পিশোতো আর নেই

যাযাদি ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৮
নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার পিশোতো আর নেই
নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার পিশোতো আর নেই

নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার যোসেফ এস পিশোতো আর নেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর রামপুরার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

সোশ্যাল মিডিয়ায় এ শিক্ষাবিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নটরডেম কলেজ কর্তৃপক্ষ।

ফাদার যোসেফ এস পিশোতো ২৩ বছর নটর ডেম কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালনসহ ৫০ বছরের বেশি সময় কলেজটিতে শিক্ষকতা করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নটর ডেম ইউনিভার্সিটির ট্রেজারার ছিলেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত ডিসেম্বরে ফাদার পিশোতো করোনায় আক্রান্ত হন এবং স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তিনি সুস্থ হয়ে বাসায় যান। বৃহস্পতিবার সকালে দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর সকাল ৯টার দিকে চিকিৎসককে খবর দিলে তিনি এসে দেখেন ফাদার পিশোতো মারা গেছেন।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে