জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
বুধবার (০১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বিশিষ্ট এই ভাষাবিদ ও নজরুল গবেষকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ২টায় শহীদ মিনারে আনা হয় জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মরদেহ।
এসময় সর্বস্তরের মানুষ বিশিষ্ট এই ভাষাসংগ্রামীর মরদেহে শেষ শ্রদ্ধা জানান।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd