শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাবিতে শিক্ষার্থীকে মারধরের বিচার দাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি
  ১৬ মে ২০২২, ১৭:৩৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাসে সিনিয়র কর্তৃক জুনিয়র

শিক্ষার্থীকে মারধরের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে

সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার

সংলগ্ন সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মারধরের শিকার শিক্ষার্থী সংগ্রাম ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার বিকাল চারটার

বঙ্গবাজারগামী বাসে ঢাকায় যাওয়ার পথে টেকনিক্যালের কাছাকাছি বাস

আচমকা ব্রেক করলে আমি ভারসাম্য হারিয়ে কাঁধে ও বুকে আঘাত পাই এবং এক

বড় ভাইয়ের উপরে গিয়ে পড়ি। ড্রাইভারের কাছে ‘এভাবে ব্রেক কেন করলেন

জানতে চাইলে ভূতাত্তিক বিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আদনান শাকিল

উগ্রভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে বাস থামিয়ে

আমাকে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয়। এ সময় আমার মাথায় জোরে জোরে

ঘুষি ও থাপ্পড় মারা শুরু করেন তারা। পরে স্ট্যাম্প দিয়ে আমার পায়ে পেটানো

হয়, এতে স্ট্যাম্পটি ভেঙে যায়।

তিনি আরও বলেন, ‘বাসে সামান্য কথা কাটাকাটির কারণে কোন অপরাধ ছাড়াই

তারা আমাকে নৃশংসভাবে মেরে আহত করেছে। প্রশাসনের কাছে আমার দাবি,

নিপীড়নকারী শিক্ষার্থীদের স্থায়ীভাবে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করা হোক।

মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী

এরফানুল ইসলাম ইফতু বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে এ ধরনের নিপীড়নের ঘটনা নতুন

নয়। এই ধরনের ঘটনা হলের গণরুম থেকে শুরু করে এখন বিশ্ববিদ্যালয়ের বাসেও

হচ্ছে। আমরা প্রশাসনের কাছে এসব শিক্ষার্থীরূপী সন্ত্রাসীদের অবিলম্বে ছাত্রত্ব

বাতিল ও তাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করার জোর দাবি জানাচ্ছি।

গণিত বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী মুজিবুর রহমান শিশির বলেন,

শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে চলাচলের জন্য ক্যাম্পাসের বাসগুলো দেয়া

হয়েছে। এখানে শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে তার দায়ভার কর্তৃপক্ষের উপর

বর্তায়। কিন্তু সেই বাসে ক্যাম্পাসের এক গ্রুপ শিক্ষার্থী সংগ্রামকে আহত

করেছে। বাসের চালক ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে সংগ্রাম নির্দোষ ছিল। অতি

উৎসাহিত হয়ে নিজের সিনিয়র ভাব প্রকাশ করার জন্য একজন সংগ্রামকে মারতে

আসে। তার সাথে আরও কয়েকজন যুক্ত হয়। এসময় তারা তাকে ভোতা অস্ত্র দিয়ে

আহত করে যা ফৌজদারি মামলার অন্তর্ভুক্ত। শিক্ষার্থী নামক এসব সন্ত্রাসীদের

চিহ্নিত করে আজীবনের জন্য বহিষ্কার করা হোক।

এর আগে বৃহস্পতিবার বিকাল চারটার বঙ্গবাজারগামী বাসে ঢাকায় যাওয়ার পথে

কথা কাটাকাটির জেরে গণিত বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী সংগ্রাম

ইসলামকে স্ট্যাম্প দিয়ে মারধর করেন ভূতাত্তি¡ক বিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের

শিক্ষার্থী আদনান শাকিল ও তার সহযোগীরা। এ ঘটনায় প্রক্টর বরাবর অভিযোগপত্র

জমা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযোগপত্রের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান

বলেন, ‘আমরা ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে সুষ্ঠু

বিচারের জন্য যা যা করার প্রয়োজন আমরা সবটুকু করবো।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আদনান শাকিলের সাথে মুঠোফোনে

একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

যাযাদি/ এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে