শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেষ হলো জাবির ভর্তি পরীক্ষা

জাবি প্রতিনিধি
  ০৪ আগস্ট ২০২২, ১৮:৩৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে

বৃহস্পতিবার ( আগস্ট) বিকাল টা ১৫ মিনিট হতে টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিতইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদ আইবিএ-জেইউ এর শেষ শিফটের মাধ্যমে এই পরীক্ষা শেষ হয়

এর আগে গত রোববারসিইউনিটভুক্ত কলা মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউটের মাধ্যমে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট ৫টি ইউনিটের অধীনে শিফট পদ্ধতিতে এবছর মোট হাজার ৮৮৮ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল লক্ষ ৮৪ হাজার ৬০৬ টি

প্রথম দিনসিইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়সিইউনিটে মোট ৪৬৬টি আসনের বিপরীতে আবেদন করেন ৫৩ হাজার ৪৩০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৪৬ হাজার ২৯৬ জন শিক্ষার্থী এবং পাসের হার ছিল প্রায় ৪৫ শতাংশ দ্বিতীয় দিন সোমবার মোট ৫টি শিফটেবিইউনিটভূক্ত সমাজবিজ্ঞান অনুষদ আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবেবিইউনিটের ৩৮৬ টি আসনের বিপরীতে আবেদন করেন মোট ৪৮ হাজার ৩৪৮ জন ভর্তিচ্ছু এতে অংশগ্রহণ করে প্রায় ৮১ শতাংশ শিক্ষার্থী বি ইউনিটে পাস করেছে প্রায় ৩৪ শতাংশ শিক্ষার্থী

তৃতীয় দিন মঙ্গলবার ৬টি শিফট বুধবার টি সহ মোট ৭টি শিফটে অনুষ্ঠিত হয়েছেইউনিটভুক্ত গাণিতিক পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলোজি ভর্তি পরীক্ষাইউনিটে মোট ৪৬৬ টি আসনের বিপরীতে আবেদন করে ৭৬ হাজার ৩০৯ জন ভর্তিচ্ছু তবে অংশগ্রহণ করে ৬১ হাজার ৫৩৪ জন এবং উত্তীর্ণ হয়েছে ৩৩ হাজার ৯২০ জন শিক্ষার্থী চতুর্থ দিন বুধবার ৫টি শিফট বৃহস্পতিবার ৩টি শিফট সহ মোট ৮টি শিফটে অনুষ্ঠিত হয়েছেডিইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের পরীক্ষাডিইউনিটে ৩২০টি আসনের বিপরীতে আবেদন করে ৮৭ হাজার ৭২৮ জন ভর্তিচ্ছু এবং বৃহস্পতিবারইউনিটভূক্ত বিজনেস স্টাডিজ অনুষদ ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন, আইবিএ-জে ইউ-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ইউনিটে ২৫০টি আসনের বিপরীতে আবেদন করে ১৮ হাজার ৭২১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী

ইতোমধ্যেইউনিটভুক্ত গাণিতিক পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলোজি; ‘বিইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ আইন অনুষদের এবংসিইউনিটভুক্ত কলা মানবিকী অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট juniv-admission.org - এসব ফলাফল পাওয়া যাবে ফলাফল বিশ্লেষণে প্রতিবারের ন্যায় এবারেও প্রতিটি ইউনিটে শিফটভিত্তিক ফলাফলে ব্যাপক বৈষম্য পরিলক্ষিত হয়েছে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী অভিভাবকেরা

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে