শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ২৩ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ঢাবি প্রতিনিধি
  ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৯

“বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গণে বন্ধুত্ব' স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর. মো. আখতারুজ্জামান সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ঢাবি ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ডক্টর অসীম সরকার এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা, প্রক্টর অধ্যাপক ডক্টর এ কে এম গোলাম রব্বানীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আখতারুজ্জামান বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও বিশেষ মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। এধরণের মূল্যবোধ শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক ও মানবিক গুণাবলী সমৃদ্ধ দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলে। একটি উন্নত রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে এসব শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

উপাচার্য আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সকল কাজে গুণগতমান নিশ্চিত করার জন্য অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ এবং নান্দনিকতার ছোঁয়া থাকতে হবে। শ্রেণিকক্ষ ও গবেষণাগারের পাশপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণে সমভাবে অংশগ্রহণের জন্য উপাচার্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ছাত্র এবং ছাত্রীদের নিয়ে দু'গ্রুপে আয়োজিত এই প্রতিযোগিতায় ২৩ বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটাররা অংশ নিচ্ছে। যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে