পহেলা সেপ্টেম্বরের ছাত্র সমাবেশ স্মরণকালেরসর্ববৃহৎ হবে বলে ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী সমাগমের কথাও জানিয়েছে সংগঠনটি।
আগামী ১ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবেরপ্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্র সমাবেশের আয়োজন করেছে ছাত্রলীগ। সমাবেশেরবিস্তারিত জানাতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রলীগ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন জানান, ছাত্রসমাবেশ সফল করতে বাংলাদেশ ছাত্রলীগের প্রস্তুতি চলমান রয়েছে। সমাবেশ সফল করতে গত ১০ আগস্ট বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের 'প্রস্তুতি সভা’অনুষ্ঠিত হয়, ১৮ আগস্ট অনুষ্ঠিত হয় 'বিশেষ বর্ধিত সভা', যেখানে সারাদেশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত হন।
সাদ্দাম হোসেন বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে ১২৭টি সমন্বয় টিম গঠন করেছে যার মাধ্যমে সাড়া দেশ থেকে শিক্ষার্থী বন্ধুদের সুশৃঙ্খলভাবে ছাত্র সমাবেশে স্বাগত জানানো হবে। একইসাথে দেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা দিনরাত প্রচারণা চালাচ্ছে পহেলা সেপ্টেম্বর শেখ হাসিনার ছাত্র সমাবেশ সম্পর্কে”।
সাদ্দাম হোসেন বলেন, “পহেলা সেপ্টেম্বরের ছাত্র সমাবেশ হবে এদেশ ও মানুষের চিরশত্রু, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী, জঙ্গি-সন্ত্রাসী,দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি-জামায়াতের জন্য একটি আলটিমেটাম । এই ছাত্র সমাবেশ থেকে এদেশের শিক্ষার্থী বন্ধুরা, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা দেশবিরোধী এই অপশক্তির বিরুদ্ধে নিজেদের চূড়ান্ত অনাস্থা জ্ঞাপন করবে”।
সাদ্দাম হোসেন আরো বলেন, “ছাত্র সমাবেশ থেকে এদেশের তরুণ প্রজন্মের প্রতিনিধিরা দেশবিরোধী এই অপশক্তির বিরুদ্ধে নিজেদের চূড়ান্ত অনাস্থা জ্ঞাপন করবে । একইসাথে এই ছাত্র সমাবেশ থেকে শিক্ষার্থীরা তাদের আপনজন, যিনি বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে অভিষিক্ত করেছেন, উন্নয়ন-উদ্ভাবনের উৎকর্ষতায় যিনি এদেশকে উন্নত দেশে পরিণত করার পথে অগ্রসর হচ্ছেন, সেই মহান নেত্রী, গণতন্ত্রের মানসকন্যা, বাংলার মানুষের সুখ-দুঃখের একমাত্র ঠিকানা জননেত্রী নেশরত্ন শেখ হাসিনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপহার দেওয়ার শপথ নিবে”।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম