মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সচিবালয় ঘেরাও করে অনশনে জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি
  ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:২৯
আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৫৭
সচিবালয় ঘেরাও করে অনশনে জবি শিক্ষার্থীরা
ছবি: যায়যায়দিন

তিন দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে এসে পৌঁছেছেন। সেখানের রাস্তা ঘেরাও করে বসে গেছেন অনশনরত শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা পৌনে পাঁচটার দিকে সচিবালয়ের সামনে এসে পৌঁছান।

এ সময় শিক্ষার্থীরা বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান, একশন টু একশন, ডাইরেক্ট একশন, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, লজ্জা লজ্জা, ইউজিসি ইউজিসি, অনশন অনশন চলছে চলবে, কবে দিবা ক্যাম্পাস, প্রশাসন কি করে, আমার ভাই অনশনে সহ নানা স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলছেন, আমরা এক ঘন্টা সময় বেঁধে দিয়েছিলাম অঙ্গিকারের লিখিত চিঠি নিয়ে আসতে। কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো চিঠি আসে নি। ফলে পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী আমরা সচিবালয়মুখী হয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।

অনশনরত শিক্ষার্থী রায়হান রাব্বি বলেন, আমরা আমাদের দাবির কথা জানিয়েছি। আমাদের দাবি না মেনে নিলে আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের দাবি মেনে নিবে আগামী বুধবারের মিটিংয়ে -এ মর্মে লিখিত অঙ্গিকার দিতে হবে। পরে আমরা অনশন ভাঙব। স্বাক্ষর হওয়া আগ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে