মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ডুসাস’এর নির্বাচন অনুষ্ঠিত, নেতৃত্বে আশরাফ ও ইমরোজ

ঢাবি প্রতিনিধি
  ১৮ জানুয়ারি ২০২৫, ১০:৩৪
ডুসাস’এর নির্বাচন অনুষ্ঠিত, নেতৃত্বে আশরাফ ও ইমরোজ
ছবি: যায়যায়দিন

সাতক্ষীরা জেলার ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতক্ষীরা-ডুসাস’ এর ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কলাভবন ক্যাফেটেরিয়ায় বিকাল পৌনে ৪টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাসুম বিল্লাহ জসিম।

শিক্ষার্থীদের সরাসরি ভোটে দর্শন বিভাগের শিক্ষার্থী মো. আলী আশরাফ সিদ্দিকী সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের মো. আহসান হাবীব ইমরোজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও, ভুগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব সেতু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, এবারই প্রথম নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বেছে নিলো সাতক্ষীরা জেলার ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে