মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

আবু সাঈদের হত্যাকারীদের স্থায়ী বহিষ্কারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

বেরোবি প্রতিনিধি
  ২১ জানুয়ারি ২০২৫, ১৮:১৬
আবু সাঈদের হত্যাকারীদের স্থায়ী বহিষ্কারের দাবিতে বেরোবিতে মানববন্ধন
ছবি: যায়যায়দিন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও আবু সাঈদ হত্যাকারীদের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা প্রহসনের এই বিচার মানি না, বিচার নামে প্রহসন মানি না মানব না, প্রহসনের বিলম্ব অপরাধী সার্টিফিকেট নিয়ে পালালো, আপোষ না সাংগ্রহ? সংগ্রাম সংগ্রাম, হা হা হাস্যকর র‍্যাগিং এ বহিষ্কার মেরে ফেললে সেমিস্টার, প্রশাসনের ছেলে খেলা মানি না মানব না ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মানববন্ধনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, প্রশাসন ভুলে গেলে চলবে না। আমাদের আন্দোলনের ফসল হিসেবেই তারা এখানে এসেছেন। আবু সাঈদ হত্যাকারীদের বিচার নিয়ে কোনো তালবাহানা মেনে নিব না। যারা আবু সাঈদের গলা টিপে ধরছে তারা মাত্র দুই সেমিস্টার বহিষ্কার। এইটা আমরা কখনোই মেনে নিব না। আমরা চাই জুলাই বিপ্লবের যারা আমাদের ওপর হামলা করেছে সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাদের সার্টিফিকেট বাজেয়াপ্ত করতে হবে।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব বলেন, ভিসি যোগদান করেই রাতেই আমাদেরকে আবু সাঈদের বাড়িতে নিয়ে যায়। তখন তিনি বলেন আবু সাঈদের হত্যাকারীদের কাউকে ছাড় দেয়া হবে না। সবাইকে বিচারের আওতায় আনা হবে কিন্তু এখন দেখি উনি তাদের দুই এক সেমিস্টার বহিষ্কার করেই দায় সারছেন। আমরা এই মুলা ঝুলানো বিচার মানি না। বিচার করলে করার মত করতে হবে।

বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, অপরাধীদের স্থায়ী বহিষ্কার করতে হবে। প্রশাসন যে শাস্তি দিয়েছে আমরা তা প্রত্যাখ্যান করি। অনতিবিলম্বে প্রশাসন যদি ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডারদের স্থায়ী বহিষ্কার না করে তাহলে তারা প্রশাসন ভবনে স্থায়ী কর্মসূচি পালন করবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে