মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

জাকসু আয়োজনের মতবিনিময় সভা বর্জন জাবি ছাত্রদলের

জাবি প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২৫, ২১:৫৪
জাকসু আয়োজনের মতবিনিময় সভা বর্জন জাবি ছাত্রদলের
ছবি: যায়যায়দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (জাকসু) নির্বাচন সুষ্ঠু ও সুচারুরূপে আয়োজন ও অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত পরিবেশ পরিষদের মতবিনিময় সভা বর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার নেতা-কর্মীরা।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে এ আলোচনা শুরু হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ, ৪টি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতিনিধি ও ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তবে ক্রিয়াশীল ছাত্রসংগঠনের মতবিনিময় সভা শুরু হওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা একটি স্মারকলিপি প্রদান করে হট্টগোলের মাধ্যমে সভা বর্জন করে৷

এসময় তারা তাদের পক্ষে থেকে বলা হয়, সংস্কার করতে হবে তারপর জাকসু নির্বাচন দিতে হবে। এছাড়া ছাত্র শিবিরের অবস্থান এবং প্রশাসনে আওয়ামী দোষর দের অবস্থান পরিষ্কার করতে হবে বলে দাবি করেন তারা।

মতবিনিময় সভা বর্জনের বিষয়ে জহির উদ্দিন বাবর বলেন, জাকসু নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন সাধারণ শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পারেনি, বিভিন্ন বিভাগ থেকে ছাত্র প্রতিনিধি চাওয়া হয়েছে সেটা কিসের ভিত্তিতে করা হয়েছে আমরা জানিনা, ফ্যাসিবাদের দোসর ও ১৫-১৭ জুলাই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার ব্যতিত জাকসু নির্বাচন সবার কাছে গ্রহনযোগ্য হবেনা।

সভা বর্জন শেষে ছাত্রদল পক্ষ থেকে 'পরিবেশ পরিষদের' কর্তৃক বরাবর ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে।

উল্লেখ্য, জাকসু নির্বাচন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ঘোষিত রোডম্যাপ অনুসারে গত ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা, ২৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। তবে ২৫ জানুয়ারি নির্বাচনী আচরণ বিধি প্রণয়নের কথা থাকলেও তা হয়নি। এছাড়া আগামি ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা বলা হয়েছে।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে