মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সাংগঠনিক সপ্তাহে উৎসবমুখর শাবি শিক্ষার্থীরা

মাহাবুবুর রহমান, শাবি
  ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৫৭
আপডেট  : ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৫৮
সাংগঠনিক সপ্তাহে উৎসবমুখর শাবি শিক্ষার্থীরা
ছবি: যায়যায়দিন

বছরঘুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবারও শুরু হয়েছে সাংগঠনিক সপ্তাহ। এতে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ -উদ্দীপনা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

শিক্ষার্থীদের সুপ্ত সৃজনশীল প্রতিভা বিকাশে কাজ করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, পরিবেশবাদী, ক্রীড়া ক্যাারিয়ারভিত্তিক সংগঠন। ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করতে তাদের আয়োজনে থাকে নতুনত্ব। নান্দনিক টেন্ট, কবিতা পাঠ, নাচ-গান, স্থিরচিত্রপ্রদর্শনীর মাধ্যমে প্রতিটি সংগঠন নিজস্ব স্বকীয়তায় নতুন সদস্যদের কাছে টানছে।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে তৈরি করা হয়েছে নান্দনিক-সৌন্দর্যময় বিভিন্ন রকমের টেন্ট। যেখানে ফুটিয়ে তোলা হয়েছে সৃজনশীল প্রতিভা। প্রিয় সংগঠনের নামের সাথে মিল রেখে তৈরি করা প্রতিটি টেন্টই ধারণ করেছে বৈচিত্রতা। নারকেল গাছের পাতা দিয়ে টেন্ট বানিয়ে নজর কেড়েছে নাট্য বিষয়ক সংগঠন দিক থিয়েটার। সেই টেন্টে নেচে গেয়ে দিনভর সদস্য সংগ্রহ করছেন সংগঠনের দায়িত্বরতরা। সাংস্কৃতিক সংগঠনগুলোতে নতুনদের জায়গা করে দিতেই প্রবীনদের এমন আয়োজন।

গতকাল (২৬ জানুয়ারি) থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহ চলবে এ সাংগঠনিক সপ্তাহে। এতে নতুন সদস্য সংগ্রহ করছে বিশ্ববিদ্যালয়ের ৩৭ টি সামাজিক-সাংস্কৃতিক, পরিবেশবাদী, ক্রীড়া ক্যারিয়ারভিত্তিক সংগঠন। সদস্য সংগ্রহের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও সরাসরি প্রচারণা চালাচ্ছেন সাংস্কৃতিক সংগঠনগুলো।

নতুন ফরম সংগ্রহ করে বাংলা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার কবির বলেন, বিশ্ববিদ্যালয়ে এতগুলো ক্লাব আছে আগে জানতাম না। ডিবেটিং সোসাইটির ফরম সংগ্রহ করে ভালো লাগছে। আগে বিতর্ক করেছি সেই অভিজ্ঞতা এখানে কাজে লাগবে আশা করি।

সাস্ট ক্যারিয়ার ক্লাবের সভাপতি আফরোজ মিতু বলেন, সাস্ট ক্যারিয়ার ক্লাব সবসময়ই শিক্ষার্থীদের শুধু ক্যারিয়ার গড়তে সাহায্য করে না, এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, লিডারশিপ, এবং যোগাযোগ দক্ষতাকেও শক্তিশালী করে। রিক্রুটমেন্ট শেষ হওয়ার পর আমরা ট্যালেন্ট হান্ট আয়োজন করবো যেখান রয়েছে নিজের প্রতিভা ও দক্ষতাকে পরখ করার সুযোগ। আমি সকল শিক্ষার্থীদের আহ্বান জানাবো পড়াশোনার পাশাপাশি নিজেদের আগ্রহ অনুযায়ী দক্ষতা বাড়াতে পছন্দের সংগঠনে যুক্ত হওয়ার জন্য।

নাট্যচর্চা ও মননশীলতা উন্নয়নে কাজ করে বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন থিয়েটার সাস্ট। সংগঠনের সভাপতি পলাশ বখতিয়ার বলেন, বর্তমান শিক্ষার্থীদের শিল্প ও সংস্কৃতির প্রতি যথেষ্ট আগ্রহ আছে। নাটক, অভিনয়ের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করতেছি, আশা করি নবীনরাও আমাদের সাথে যুক্ত হবেন।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো মোখলেসুর রহমান বলেন, আগে দুই দফায় সাংগঠনিক সপ্তাহ আয়োজন করা হতো। এতে যেসব সংগঠন পরে আয়োজন করতো তারা প্রত্যাশিত সদস্য না পাওয়ার অভিযোগ থাকতো ফলে একটা বৈষম্য থেকে যায়। আমরা বৈষম্য দূর করতেই একসাথে ৩৭ টি সংগঠনকে নিয়ে সাংগঠনিক সপ্তাহের আয়োজন করি। সকলে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করছে, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

যাযাদি / এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে