দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টাঙ্গাইল জেলার শিক্ষার্থীদের সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হয়েছেন রসায়ন ২০ ব্যাচের শিক্ষার্থী রাহাত হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ ২০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল খান।
সাধারণ সম্পাদক নাজমুল খান বলেন, নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে যোগ্য বিশ্বাস করে যারা আমাকে দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই আমি টাঙ্গাইলের সিনিয়র থেকে জুনিয়র সকলের মধ্যে দৃশ্যমান ঐক্য গড়ে অগ্রগতি নিশ্চিত করতে চাই। ঐক্যের সাথে অগ্রগতি আবশ্যক। কেননা এখানে আসার আমাদের মুল উদ্দেশ্যই অগ্রগতি। অগ্রগতিতে সদ্য আসা জুনিয়র থেকে চলমান ব্যাচের কেউ সমস্যায় পড়ে গেলে যেনো ঐক্য ও সৌহার্দ্যের সাথে একে ওপরের পাশে থাকবে পারি। ঐক্য অগ্রগতি ও একাগ্রতার সুন্দর এক কল্যাণ সমিতি নিয়েই আমাদের যথা চেষ্টা থাকবে।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, আমাদের একাত্মতা ও সহযোগিতার মাধ্যমে আমরা সমিতির আদর্শকে আরও সুদৃঢ় এবং কার্যকরী করতে পারব। আমি সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করছি, যাতে আমরা ছাত্রকল্যাণের লক্ষ্যে আরও অগ্রগতি অর্জন করতে সক্ষম হই। এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে, আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে, ছাত্রদের স্বার্থরক্ষায় সবসময় সচেষ্ট থাকব। সবার সাহায্য এবং সমর্থন নিয়ে আমাদের এই যাত্রা আরও সফল হবে।
যাযাদি/ এমএস