সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ইডেন ছাত্রলীগ নেত্রী বৈশাখী আটক

যাযাদি ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৫
ইডেন ছাত্রলীগ নেত্রী বৈশাখী আটক
ছবি: যায়যায়দিন

সার্টিফিকেট নিতে এসে ইডেন কলেজের শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বৈশাখী আটক হয়েছেন পুলিশের হাতে। এর আগে তাকে কলেজের ভেতরে সাধারণ শিক্ষার্থীরা আটকে রাখেন। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় লালবাগ থানায়।

মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্রলীগের নেত্রী বৈশাখী ইডেন কলেজে যান তার অনার্সের সার্টিফিকেট তুলতে। এ সময় নিষিদ্ধ এই সংগঠনের নেত্রীকে চিনে ফেলেন সাধারণ শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা তাকে কলেজের মধ্যে আটকে রাখে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

লালবাগ থানার ওসি বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করা হয়েছে। সে কলেজে সার্টিফিকেট তুলতে গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। পরে তাকে শিক্ষার্থীরা আটক করলে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে