সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ঢাবির চকোরীর নতুন নেতৃত্বে শরিফ-সাঈদ

যাযাদি ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৮
ঢাবির চকোরীর নতুন নেতৃত্বে শরিফ-সাঈদ
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চকরিয়া (ঢাবির চকোরী)-এর ২০২৫-২০২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সুপারিশক্রমে বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনটির দায়িত্ব পালন করবে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বক্কর সিদ্দিক শরিফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইদুর রহমান সাঈদ। এছাড়া সহ-সভাপতি: মেহেদী রাবধান, যুগ্ম সাধারণ সম্পাদক: তাহারিনা জান্নাত প্রমি, সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ মুবিন, কোষাধ্যক্ষ: আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক: আফিফা হক।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি আবু বক্কর সিদ্দিক শরিফ বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চকরিয়ার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই, ঢাবির চকোরী শুধু নামেই নয়, কার্যক্রমেও আরও শক্তিশালী হয়ে উঠুক।" সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ তার প্রতিক্রিয়ায় বলেন, "চকরিয়ার শিক্ষার্থীদের জন্য ঢাবির চকোরী বরাবরই একটি আস্থার জায়গা। আমরা চাইবো একাডেমিক সহযোগিতা, ক্যারিয়ার গাইডলাইন ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও কার্যকরী করতে। এই সংগঠনের মাধ্যমে ঢাবির চকরিয়া অঞ্চলের শিক্ষার্থীরা একে অপরের পাশে দাঁড়াতে পারে, এটাই আমাদের মূল উদ্দেশ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চকরিয়ার শিক্ষার্থীদের জন্য ‘ঢাবির চকোরী’ দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে কাজ করে আসছে। এটি মূলত শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো, একাডেমিক ও ক্যারিয়ার সংক্রান্ত সহায়তা প্রদান এবং চকরিয়ার সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে।

গত কয়েক বছরে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চকরিয়ার শিক্ষার্থীদের মধ্যে শক্তিশালী সংযোগ তৈরি করতে পেরেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো – নতুন শিক্ষার্থীদের অভ্যর্থনা, শিক্ষাসফর, চাকরির প্রস্তুতি সংক্রান্ত কর্মশালা, এবং বিভিন্ন উৎসব ও মিলনমেলা আয়োজন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে