বিসিএস অডিট এন্ড একাউন্টস ক্যাডার কর্মকর্তাদের উপস্থিতিতে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমীতে (ফিমা) ২০২৫-২০২৬ বর্ষের বিসিএস: অডিট এন্ড একাউন্টস এসোসিয়েশন এর নির্বাহী পরিষদ গঠিত হয়। সর্বসম্মতিক্রমে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এ এইচ এম শামসুর রহমানকে সভাপতি এবং বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তর এর মহাপরিচালক মোঃ নূরুল ইসলামকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়।
সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে যুগ্মসচিব অর্থ বিভাগ মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন) ফারমীন মাওলা, এফএএন্ডসিএও (প্রকল্প) সৈয়দ মুস্তাফা মাহবুব আলী, এসএফসি (এয়ার) সোহেল আহমেদ। এছাড়া যুগ্মসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে সিএএফও (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার, ডিসিএ (চট্টগ্রাম) এস এম মনজুর আহমেদ, সিএএফও (জনপ্রশাসন মন্ত্রণালয়) মোঃ খাদেমুল করিম ইকবাল।
কোষাধ্যক্ষ পদে এ. কে. এম জুবায়ের ডিসিএ বরিশাল, প্রচার সম্পাদক পদে আ. ন. ম শহীদুর রহমান সিএএফও (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) ক্রীড়া ও কল্যাণ সচিব পদে মো: হাসান নাজমুল কবির সিনিয়র কনসালটেন্ট, সমাজকল্যাণ সম্পাদক পদে মুনান হাওলাদার সিএএফও (ইআরডি), দপ্তর সচিব পদে কাজী কাইয়ুম হোসেন পরিচালক রাজস্ব অডিট অধিদপ্তর, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সচিব পদে পাপিয়া মনোয়ারা পরিচালক সাংবিধানিক প্রতিষ্ঠান অডিট অধিদপ্তর, তথ্য প্রযুক্তি ও গবেষনা সম্পাদক পদে হোসেইন আহমেদ শুভ পরিচালক ফাপাড, প্রকাশনা সচিব হিসেবে মো: জেনিথ আলম মিয়া উপ-পরিচালক (ফিমা)।
পরিষদে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোঃ শরিফুল ইসলাম ডিসিএজি (সিনিয়র), মোঃ গোলাম রহমান মহাপরিচালক স্বাস্থ্য অডিট অধিদপ্তর, মোঃ শফিউল আলম উপসচিব অর্থ বিভাগ, সাঈদ মোহাম্মদ আসাদুজ্জামান ডিসিএজি (পদ্ধতি), জি. এম. মামুনুর রশিদ এফসি (পে-১), শাহজাহান সিরাজ, এডিসিএজি (প্রশাসন), তানজিনা ইসলাম সিএএফও (মন্ত্রিপরিষদ বিভাগ), রাজীব দেবনাথ ডিএফসি পে-২, মিলটন হোসেন উপ-পরিচালক বাণিজ্যিক অডিট অধিদপ্তর, সি এম ফজলে রাব্বী পলাশ উপ-পরিচালক (অর্থ) বাংলাদেশ রেলওয়ে, মোঃ আবুল কাশেম উপ-পরিচালক (ফিমা), লিপটন চন্দ্র তালুকদার ডিএফসি পে-১, আল-আমিন আহমেদ ডিডি (ফিমা), মো: নাদিরুজ্জামান সহকারী পরিচালক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন অডিট অধিদপ্তর, কাজী খালেদ রাব্বানী সহকারী পরিচালক পূর্ত অডিট অধিদপ্তর, এটিএম ইলিয়াছ আল-মামুন এসিএএফও/স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মো: তওফিকুল ইসলাম এএজি (প্রবেশনার), শামসুর রহমান উপ-পরিচালক (হিসাব) সড়ক ভবন।
যাযাদি/ এমএস