ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে পড়ুয়া শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের সংগঠন “জহুরুল হক হল সোস্যাইটি ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (জাসপা)”-এর ২০২৪-২৫ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আবুল হাসানাত ইরফান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এইচ এম খালিদ হাসান।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জাসপা’র সদ্য সাবেক সভাপতি সোহেল রানা এবং সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য নতুন কমিটির অনুমোদন করা হয়।
কমিটির কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের ২০২০-২১ সেশনের মো. তৌফিকুজ্জামান এবং দপ্তর সম্পাদক হয়েছেন ২০২১-২২ সেশনের আব্দুর রহমান সৈকত।
নবনির্বাচিত সভাপতি আবুল হাসানাত ইরফান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক এইচ এম খালিদ হাসান লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। দুজনের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।
অনুভূতি প্রকাশ করে সভাপতি হাসানাত ইরফান বলেন, প্রথমেই আমাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। বিগত কমিটি আমাদের অনেকগুলো সুন্দর আয়োজন উপহার দিয়েছে। আশা করি আমরাও সেই ধারাবাহিকতায় জাসপার পক্ষ থেকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে পারবো। সিনিয়র জুনিয়র মিলে আমরা স্মরণীয় একটি সেশন পার করতে যাচ্ছি। আপনাদের পরামর্শের মাধ্যমে আমাদের কাজ কে সহজ করে তুলবেন বলে আশা করি।
সাধারণ সম্পাদক খালিদ হাসান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি নিজের সর্বোচ্চটা দিয়ে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক মানোন্নয়নের পাশাপাশি তাদের সার্বিক বিষয়ে পাশে থাকার চেষ্টা করবো। বিভাগের নবীন শিক্ষার্থীরা হলে উঠে যেনো নিজেকে একা না মনে করে, তারা যেনো অভিভাবক হিসেবে জাসপা-কে গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাবো।
যাযাদি/ এমএস