রাজধানীর সেনানিবাস এলাকায় সেনাপ্রাঙ্গণে ইউনিভার্সিটি অব স্কলারসের প্রথম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ইউনিভার্সিটি অব স্কলারসের প্রথম সমাবর্তনে ‘কনভেনশন প্রেসিডেন্ট’ হিসেবে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এছাড়াও রাজধানীর সেনানিবাস এলাকায় সেনাপ্রাঙ্গণে আয়োজিত এই সমাবর্তন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রধান উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক এম. আমিনুল ইসলাম, ইউনিভার্সিটি অব স্কলারসের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি সাবেক নৌবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল ফরিদ হাবিব, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এনামুল বাসার।
‘কনভোকেশন স্পিকার’ হিসেবে বক্তব্য রাখেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে. চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।