খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে 'সাংবাদিকতার দক্ষতা ও ক্যারিয়ার বিষয়ক প্রশিক্ষণ' এবং ইফতার মাহফিল। রোববার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা ও নৈতিকতা বজায় রেখে কাজ করতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের পেশাগতভাবে এগিয়ে যেতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে তারা কেবল নিজেদের ক্যারিয়ার গড়বে না, বরং সমাজের জন্যও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। সত্য ও ন্যায়নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ধরে রাখা জরুরি।"
বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, "সাংবাদিকতা শুধু খবর সংগ্রহ নয়, বরং এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। শিক্ষার্থীদের দায়িত্বশীল সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।"
কর্মশালায় উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ও বিডিনিউজ টোয়েন্টিফোরের সাবেক ভারপ্রাপ্ত মাল্টিমিডিয়া প্রধান সুলাইমান নিলয় ‘ক্যাম্পাসে স্বপ্নের রিপোর্টিং’ বিষয়ে প্রশিক্ষণ দেন। ‘সিভি রাইটিং’ নিয়ে আলোচনা করেন নূরা হেলথ বাংলাদেশের লিড-হেলথ কমিউনিকেশন ওয়াহিদা জামান সিথি। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড় ‘সাংবাদিকতার নৈতিকতা ও আচরণবিধি’ বিষয়ে দিকনির্দেশনা দেন।
পরপ সাংবাদিক সমিতির সদস্য, সহযোগী সদস্য এবং সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণে উপ-উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
যাযাদি/ এমএস