রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

১২ হাজার শিক্ষার্থীকে ইফতার করালো রাবি প্রশাসন

রাবি প্রতিনিধি
  ০৩ মার্চ ২০২৫, ২০:১৫
১২ হাজার শিক্ষার্থীকে ইফতার করালো রাবি প্রশাসন
ছবি: যায়যায়দিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যায়নরত ১২ হাজার শিক্ষার্থীর জন্য ইফতারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৩ মার্চ) দ্বিতীয় রোজায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করেন তারা। সরেজমিনে দেখা যায়, আসরের নামাজের পর থেকেই শিক্ষার্থীরা দলে দলে কেন্দ্রীয় মসজিদে আসতে শুরু করেন। এ সময় মসজিদের ভেতরে এবং মসজিদ সংলগ্ন বাগানে তারা ইফতারির জন্য সারিবদ্ধভাবে বসেন। এ ছাড়াও নারীদের জন্য মসজিদের বাগানে আলাদা ইফতারির ব্যবস্থা করা হয়। মসজিদ প্রাঙ্গণে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

ইফতারে অংশগ্রহণ করতে আসা ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রোকনুজ্জামান বলেন, আজকের আয়োজন অনেক ভালো ছিল। এখানে সবার সাথে ইফতার করতে এসে খুবই ভালো লাগছে। একটা উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিটা দিন মনে হচ্ছে ইদের মতো। প্রশাসনের এই উদ্দোগকে সাধুবাদ জানাই।

আরবি বিভাগের শিক্ষার্থী নয়ন আহমেদ বলেন, গতকালের তুলনায় আজকের আয়োজন অনেক ভালো। কাল সব এলোমেলো আজকের আয়োজন গোছালো হয়েছে। এত মানুষ একসাথে আগে কখনো ইফতার করিনি। অন্য রকম একটা ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে এখানে মেলা চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য।

সার্বিক বিষয়ে জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, আমরা আজ প্রায় সাড়ে ১১-১২ হাজার শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজন করেছি। যা গতকালের তুলনায় ৩ গুণ। আমরা আশা করছি আজ সব ঠিকঠাক মতো হবে। এজন্য সবার সাহায্য প্রয়োজন যাতে কোনো উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়।

এ সময় শিক্ষার্থীদের সাথে ইফতারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন খান (প্রশাসন), উপ-উপাচার্য অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান (শিক্ষা), রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ ও জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

উল্লেখ্য, প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ইফতারির আয়োজন করা হয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে