রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

নারী শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করলেন বেরোবি উপাচার্য

বেরোবি প্রতিনিধি
  ০৪ মার্চ ২০২৫, ১৯:৩৮
নারী শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করলেন বেরোবি উপাচার্য
ছবি: যায়যায়দিন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী,শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী আগামীকাল বুধবার (৫ মার্চ) ইফতারের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (০৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো.শওকাত আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আগামীকাল বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ফেলানী হল সংলগ্ন মাঠে নারী শিক্ষার্থীদের জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আসার আমন্ত্রণ জানিয়েছি।

এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, প্রথমবারের মত এই ধরনের আয়োজন আমাদের শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি করবে।

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ২ মার্চ (রবিবার) প্রথম রমজানে ছেলেদের জন্য বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের ইফতারের আয়োজন করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থী এক সাথে ইফতার করেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে